মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ মাঠে ওই ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশ লাল সবুজের পতাকা ও নিজস্ব মানচিত্র পেয়েছে। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা করে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইসলাম ধর্ম মুসলমানদের সম্মানিত করেছেন। বঙ্গবন্ধু চেয়ে ছিলেন বাংলাদেশে জাতি বর্ণ নির্বে শেষে একসাথে বসবাস করবে। মহান আল্লাহ পাকের দিক নিদের্শন ও নবী রাস‚লের স‚ন্নতগুলো সঠিক ভাবে পালন করবে। এ জন্য বঙ্গবন্ধু ইসলামিক ফাউÐেশন করে ছিলেন। এ ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারহানা ইয়াসমিন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: কে এম হোসেন আলী হাসান, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমূখ। এ সময় উপস্থিতছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা, সহকারী কমিশনার রিদওয়ান আহমেদ রাফি, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা আবু বক্কর সিদ্দিক প্রমূখ। এ অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়