Top
সর্বশেষ

লক্ষ্যমাত্রার ১০ শতাংশ ব্যাংকঋণ সরকারের

২৩ মার্চ, ২০২২ ১২:১৫ পূর্বাহ্ণ
লক্ষ্যমাত্রার ১০ শতাংশ ব্যাংকঋণ সরকারের
রোহান রাজিব :

বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হার খুবই কম থাকায় ব্যাংকিং ব্যবস্থায় সরকারের ব্যাংক ঋণ বাড়ছে না। ব্যাংকগুলো থেকে সরকার যে পরিমাণে ঋণ নিয়েছে তার বেশিরভাগই পুরোনা ঋণ শোধ করছে। এতে চলতি অর্থবছরের আট মাসে নিট ঋণের লক্ষ্যমাত্রার মাত্র ১০ শতাংশ নিয়েছে সরকার।

চলতি অর্থবছরে বছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) সরকার ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নিয়েছে ২৩ হাজার ২৪৩ কোটি টাকা। যদিও এর মধ্যে থেকে পুরোনো ঋণ শোধ করেছে ১৫ হাজার ৪১ কোটি টাকা। এতে সরকারের নীট ঋণ দাঁড়িয়েছে মাত্র ৮ হাজার ৩১০ কোটি টাকা। যা মোট লক্ষ্যমাত্রার ১০ দশমিক ৮৬ শতাংশ। এর আগের অর্থবছরের (২০২০-২১) জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের কোনো নিট ঋণ ছিল না।

খাত সংশ্লিষ্টরা বলেন, সরকার উন্নয়ন বাজেটের ব্যয় খুবই কম। এ কারণে সরকারের ঋণের স্লথ গতি। এছাড়া যে পরিমাণ ঋণ নিয়েছে তার মধ্যে বেশিরভাগই আগের ঋণ পরিশোধ করেছে। এতে নীট ঋণের পরিমাণ কম।

সরকারের জাতীয় বাজেট নথি অনুযায়ী, মোট অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৪৫৩ কোটি টাকা, যার মধ্যে ব্যাংক খাত থেকে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ঋণ নেওয়ার অনুমান করা হয়েছে। অন্যান্য নন-ব্যাংকিং উৎস থেকে ৩৭ হাজার কোটি টাকা।

এর মধ্যে দিয়ে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারের নিট ব্যাংক ঋণ দাঁড়ায় ২ লাখ ১০ হাজার ৪১৬ কোটি টাকা। গত বছরের ৩০ জুন সরকারের নিট ব্যাংক ঋণের স্থিতি ছিল ২ লাখ ২ হাজার ১১৫ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বলেন, চলতি অর্থবছরের ডিসেম্বরে প্রাইমারি স্কুলের অবকাঠামো উন্নয়নে পাঁচ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল। কিন্তু বার্ষিক উন্নয়নের ব্যয়ের স্লথ গতি থাকায় ঋণ পরিমাণ অনেকটা কম। তবে অর্থবছরের শেষে বিভিন্ন বিল পরিশোধের করতে হবে সরকারের। এতে ঋণের পরিমাণ বাড়বে বলে মনে হচ্ছে।

এদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন বাস্তবায়নের চিত্র থেকে দেখা য়ায়, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম সাত মাসে ৭১ হাজার ৫৩২ কোটি টাকা। যদিও তা সরকারের লক্ষ্যমাত্রার মাত্র ৩০ শতাংশ। সরকারের এ ধরণের উন্নয়ন বাজেটের ব্যয় কম হওয়ায় ব্যাংকিং খাতের সরকারের ঋণ কমে যাচ্ছে।

একইসঙ্গে সরকারের রাজস্ব আদায়ও খুবই কম। অর্থবছরের প্রথম ৭ মাসে লক্ষ্যমাত্রার মাত্র ৪৬ শতাংশ শুল্ক-কর আদায় করেছে জাতীয় রাজস্ব (এনবিআর)। বাকি পাঁচ মাসে ৫৪ শতাংশ রাজস্ব আদায় করতে হবে। যে পরিমাণে রাজস্ব আদায় প্রতি মাসে হচ্ছে তা আগে কখনো হয়নি। গত ৭ মাসে গড়ে প্রায় ২২ হাজার কোটি টাকা আদায় হয়েছে। এ বছর ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা আছে।

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) সব মিলিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৩৯ কোটি টাকা আদায় হয়েছে। ২০২২ সালের জানুয়ারিতে জাতীয় সঞ্চয় প্রকল্পের মোট বিনিয়োগ (সঞ্চয়পত্র, পোস্ট অফিস সেভিংস ব্যাংক, এনআরবি বন্ড এবং অন্যান্য) ২ হাজার ৬০৩ কোটি টাকা বেড়ে ৯ হাজার ৯৬৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা গত ডিসেম্বরের তুলনায় ৩৫ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।

যদিও ২০২১ সালের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মোট বিনিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় ৪ হাজার ২৩ কোটি টাকা কমেছে। এছাড়া চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ৩২ হাজার কোটি টাকা নিট ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। সেই হিসেবে অর্থবছরের সাত মাসে সঞ্চয়পত্রের লক্ষ্যমাত্রার ৩৮ শতাংশ ঋণ নিয়েছে সরকার।

শেয়ার