Top

আমাদের হতাশাগ্রস্ত হওয়ার সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

২৩ মার্চ, ২০২২ ৩:৫৩ অপরাহ্ণ
আমাদের হতাশাগ্রস্ত হওয়ার সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার। জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের মধ্যদিয়ে শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষায় আশার আলো জাগিয়েছে। যার কারনে গজরা ইউনিয়ন ছাড়াও আশেপাশের এলাকার মানুষ সহজেই চিকিৎসা সেবা পাবেন।বুধবার(২৩ মাচ) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, করোনা মহামারি সারা বিশ্বের সমস্যা। এটি সারা বিশ্বেই একই ধরনের সমস্যা তৈরি করেছে। রাশিয়ার যুদ্ধের আগেও মূল্য কম ছিল। আমাদের হতাশাগ্রস্ত হওয়ার সুযোগ নেই। মূল্যস্ফীতি আমাদের দেশের কারণে হচ্ছে না। আমাদের দেশের উৎপাদন ব্যবস্থা যথেষ্ট ভালো। চৈত্র মাসেও দেশের বাজারে পর্যাপ্ত শাক-সবজি পাওয়া যাচ্ছে।

গ্রামীণ অবকাঠামো পরিকল্পিতভাবে নির্মাণে সরকার ‘আমার গ্রাম আমার শহর’সহ অনেক মেগা প্রকল্প ও পদক্ষেপ নিয়েছে। এগুলোর বেশির ভাগেরই বাস্তবায়নের কাজ চলছে। শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে পরিকল্পনাভিত্তিক কাজ চলছে।

উপজেলা নিবাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাকেল, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের এান ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য আরিফ উল্লাহ সরকার,গজরা ইউনিয়নের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, আওয়ামীলীগের নেতা কাজী মিজানুর রহমান,ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানা উল্লা মোল্লা।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই প্রকল্পে ব্যয় হয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা। ৩২ শতক জায়গার ওপরে এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নির্মাণ হয়।

 

শেয়ার