আনোয়ারা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারী অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলা হলরুমে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ আয়োজনে এ অনুদান প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দ্বিপানিতা ভট্টাচার্য এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ বলেন, অপরিকল্পিতভাবে বন বিভাগ উজাড় হওয়ার কারনে বন থেকে হাতি খাদ্যাভাবে অনেক সময় লোকালয়ে চলে আসে। তখন অনাকাঙ্খিত ভাবে স্থানীয় লোকজন হাতির আক্রমনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়। এসব ক্ষতিগ্রস্তদের সরকার আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় আজ এ চেক বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে ১৭ লাখ ৭ হাজার টাকার চেক প্রদান করা হয়।