Top

সিএসআর ব্যয় কমেছে ১৬৩ কোটি টাকা

২৪ মার্চ, ২০২২ ১২:৪১ পূর্বাহ্ণ
সিএসআর ব্যয় কমেছে ১৬৩ কোটি টাকা
রোহান রাজিব :

বিদায় বছরের শেষ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা ব্যয় কমেছে ১৬৩ কোটি টাকা। শেষ ছয় মাসে ব্যাংকগুলো করপোরেট সামাজিক দ্বায়বদ্ধতা (সিএসআর) খাতে ২৯৭ কোটি ৭৯ লাখ টাকা ব্যয় করেছে। যা আগের ষান্মাসিকে এর পরিমাণ ছিল ৪৬১ কোটি ৪২ লাখ টাকা। এখাতে এক টাকও ব্যয় করেনি আট ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে (জুলাই-ডিসেম্বর) ব্যাংকগুলো সর্বোচ্চ ব্যয় করেছে দুর্যোগ ব্যবস্থাপনা খাতে। কারণ এ খাতে ১৩২ কোটি ২৩ লাখ টাকা ব্যায় করেছে। যা মোট সিএসআর ব্যয়ের ৪৪ দশমিক ৪০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করা হয়েছে স্বাস্থ্যখাতে, যার পরিমাণ ৭৪ কোটি ১২ লাখ টাকা। যা মোট সিএসআর ব্যয়ের ২৪ দশমিক ৮৯ শতাংশ।

প্রাপ্ত তথ্য বলছে, সিএসআর খাতে ৩ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় করেছে। সুতরাং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মিলে আলোচ্য ছয় মাসে মোট ৩০১ কোটি ১৭ লাখ টাকা। আর্থিক প্রতিষ্ঠানগুলো এই সময়ে সর্বোচ্চ ব্যয় করেছে স্বাস্থ্যখাতে। কারণ স্বাস্থখাতে ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় করেছে, যা মোট ব্যয়ের ৪২ দশমিক ১৯ শতাংশ। আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করেছে সংস্কৃতি খাতে ৬৮ লাখ টাকা। শিক্ষা খাতে ব্যয়ের পরিমাণ ৬২ লাখ, দুর্যোগ ব্যবস্থাপনা খাতে মোট ব্যয়ের পরিমাণ ৬১ লাখ টাকা। শিক্ষা খাতে ব্যাংকগুলোর ব্যয়ের পরিমাণ ৩১ কোটি, সংস্কৃতি খাতে ২০ কোটি, পরিবেশ খাতে ২০ কোটি, অন্যান্য খাতে ব্যয় হয়েছ ১৭ কোটি টাকা।

যেসব ব্যাংক এই ছয় মাসে এক টাকাও ব্যয় করেনি তাদের মধ্যে রয়েছে, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, পদ্মা ব্যাংক, মধুমতি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

মোটেও ব্যয় করতে না পারা বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইসমাইল হোসেন বলেন, সিএসআর ব্যয় করতে হয় প্রফিট থেকে। কিন্তু কৃষি ব্যাংক প্রফিটে না থাকায় এ খাতে ব্যয় হয়নি। এছাড়া মন্ত্রণালয়েরও নির্দেশনা ছিল সিএসআর খাতের ব্যয় না করার।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, যে ব্যাংকগুলো বিতরণ করতে পারেনি তারা ভালো প্রফিটে নেই। এছাড়া অধিকাংশ ব্যাংক নতুন প্রজন্মের।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী যারা ব্যয়ের জন্য সক্ষম ছিল তাদের বিতরণ হয়েছে। হতে পারে কিছু ব্যাংকের পরিমাণে কম ছিল। তবে যাদের ক্ষেত্রে সার্কুলারে নির্দেশনা নেই তাদের বিতরণ প্রয়োজন হচ্ছে না।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে স্বাস্থ্যখাতে ব্যক্তি পর্যায়ে হতদরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান, বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও ক্লিনিক্যাল সেবা প্রদান, বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সামগ্রী বিতরণ এবং কোভিড-১৯ সহ অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের চিকিৎসার্থে ব্যাংকসমূহ কর্তৃক সিএসআর বাবদ সরাসরি অনুদান দেয়া হয়েছে।

সারাদেশে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের জন্য মাস্ক, স্যানিটাইজার, পিপিই, টেস্টিং কিট, অক্সিজেন সিলিন্ডার ইত্যাদি সরবরাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া, হাসপাতাল, ক্লিনিক নির্মাণ, ডায়াগনস্টিক সেন্টারের পরিচালন ব্যয় নির্বাহ এবং চিকিৎসা সরঞ্জামাদি ক্রয় বাবদ অনুদান দেয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় প্রধানত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ, সুবিধাবঞ্চিত অথবা হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন জনগোষ্ঠীর মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ খাতে ব্যয় করা হয়। যার বেশিরভাগ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দেয়া হয়েছে। তাছাড়া, ব্যাংকসমূহ কর্তৃক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও কোভিড-১৯ এ দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা হয়েছে।

শিক্ষাখাতের ব্যয় পর্যালোচনায় দেখা যায়, ব্যাংকসমূহ কর্তৃক প্রধানত নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানকল্পে সিএসআর ব্যয় করা হয়েছে। তাছাড়া, বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান এবং শিক্ষাখাতের অবকাঠামো উন্নয়নেও সিএসআর ব্যয় করা হয়েছে।

শেয়ার