Top
সর্বশেষ

ময়মনসিংহে সপ্তাহ ব্যাপি বইমেলা শুরু

২৫ মার্চ, ২০২২ ৫:০২ অপরাহ্ণ
ময়মনসিংহে সপ্তাহ ব্যাপি বইমেলা শুরু
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :

‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ এই শ্লোগানে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহে সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন হয়েছে।

শুক্রবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।

এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার আহমার উজ্জামান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা সভাপতি আব্দুর রব মোশারফ, সিটি কর্পোরেশনের শিক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর আবুল বাশার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃশনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় বই মেলায় ঢাকা ও ময়মনসিংহের ৩৭টি প্রকাশনী অংশগ্রহণ করেছে। প্রতিদিন ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য খোলা থাকবে।

শেয়ার