Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

নোয়াখালীতে স্বাধীনতা দিবসে ৫১ শিশু পেল জাতীয় পতাকা

২৬ মার্চ, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ
নোয়াখালীতে স্বাধীনতা দিবসে ৫১ শিশু পেল জাতীয় পতাকা
নোয়াখালী প্রতিনিধি :

নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ নিয়ে নোয়াখালীতে ব্যতিক্রমভাবে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ। এছাড়া এদিন জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

২৬ মার্চ (শনিবার) সকাল ১০ টায় ৫১ জন সুবিধাবঞ্চিত পথশিশুর হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে তাদের কার্যক্রমের সূচনা করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকি রাজু।

এরপর তাদের নিয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া পথশিশুদের মাঝে খাবার বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ও স্বেচ্ছাসেবকলীগ নেতা রহমত উল্যাহ ভূঁইয়া, সাহাব উদ্দিন রাসেল, আবু সাহেদ বাবু প্রমুখ।

এছাড়া এদিন জেলা প্রশাসনের আয়োজনে শহীদ ভুলু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী, শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন, রচনা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপসানালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। স্ব-স্ব প্রতিষ্ঠানের উদ্দ্যেগে হাসপাতাল, জেলাখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

শেয়ার