Top
সর্বশেষ

দিনাজপুরে স্বাধীনতা দিবসে নারী দলের ফুটবল ম্যাচ

২৭ মার্চ, ২০২২ ১০:৫৭ পূর্বাহ্ণ
দিনাজপুরে স্বাধীনতা দিবসে নারী দলের ফুটবল ম্যাচ
দিনাজপুর প্রতিনিধি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিনাজপুর উপশহর মিতালি সংঘ  মাঠে রংপুর প্রমিলা দল বনাম দিনাজপুর প্রমিলা দলের ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও  ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দিনাজপুর পৌরসভা প্যানেল মেয়র ও উপশহর ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল এর পৃষ্টপোষকতায় দিনাজপুর প্রমিলা ফুটবল দলের পক্ষে ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় বনাম রংপুর প্রমিলা ফুটবল দলের প্রীতি ম্যাচ  উদ্বোধন করেন দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আসাদুজ্জামান আসাদ।
এসময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান জামান, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর, সাবেক ফুটবলার উপশহর মিতালি সংঘ এর সাবেক সভাপতি শহিদুল হক সেন্টু, গরীব নেওয়াজ দুলাল, সমাজকর্মী আহসানুজ্জামান চঞ্চল, সারোয়ার হোসেন, জিয়াউল হক সিজার, নেয়ামতুল্লাহ, এস এম রবিউজ্জামান, সাকিব(হোল্ডার) প্রমুখ
উক্ত প্রীতি ম্যাচে দিনাজপুর ৩-০ গোলে রংপুর দলকে হারিয়ে বিজয়ী হয়। খেলাটি পরিচালনা করেন রেফারী ওবাইদুর রহমান এবং খেলার সীমান্ত প্রহরীর দায়িত্বে ছিলেন সুজীত ও বেলাল। খেলাটির প্রাণবন্ত ধারাবর্ণনা করেন রফিক ও প্রান্ত।
উল্লেখ, গত দুই মাস যাবৎ উপশহর আন্তঃ ব্লক ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় ১৯ মার্চে  প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি এর ঘোষনা অনুযায়ী প্রমিলা প্রীতি ম্যাচ আয়োজন করেন প্যানেল মেয়র।
শেয়ার