সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুরিয়া গ্রামে বুলবুলি বেগম (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত বুলবুলি বেগম সদর উপজেলার ধুকুরিয়া গ্রামে সুজন সেখের স্ত্রী ও কামারখন্দ উপজেলার মাহমুদপুর গ্রামের মোঃ সুরুজ্জামান সেখের মেয়ে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ে করেছে।
নিহতের স্বামী সুজন সেখকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, গত ২২ মার্চ বুলবুলি বেগম ঢাকার পঙ্গু হাসপাতালে তার মামা শশুরকে দেখতে গিয়ে তাদের ভাড়া বাসায় অবস্থান করার সময় ২৪ মার্চ রাত ৩টার দিকে বুলবুলির তীব্র মাথা ব্যথা, বমি ও পেটে ব্যথাসহ পাতলা পায়খানা শুরু হয়। এ অবস্থায় বুলবুলির ভাসুর জহুরুল ইসলাম পঙ্গু হাসপাতালের পাশের ফার্মেসী থেকে ঔষধ এনে বুলবুলিকে খাওয়ানোর পর কিছুটা সুস্থ্য অনুভব করায় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বুলবুলি বেগম ঘুম থেকে উঠে গোসল করতে গিয়ে বাথরুমে পড়ে যায়। এরপর বুলবুলি তার বড় ছেলেকে দেখতে চেয়ে স্বামী সুজনকে বলে তাকে বাড়ী নিয়ে যেতে।
তখন সুজন একটি এ্যাম্বুলেন্স ভাড়া করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা করলে বুলবুলির পাতলা পায়খানা আরো বেড়ে যায়। পথিমধ্যে একটি ক্লিনিকে বুলবুলিকে দেখালে ডাক্তার স্যালাইন খাওয়ার পরামর্শ দেন। এরপর বুলবুলি বেগমকে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বুলবুলির অবস্থার খারাপ হলে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ২৫ মার্চ বিকালে বুলবুলি মারা যায়। সুরুজ্জামান সেখ মামলায় অভিযোগ করেছেন, সুজন সেখ ও তার বাবা ইউপি সদস্য সানোয়ার হোসেন
মিলে তার মেয়ে বুলবুলিকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ানোর কারণে বুলবুলি মারা গেছে। এছাড়া তার মেয়ে বুলবুলিকে সুজন ও তার পরিবারের লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করতো বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুরিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত বুলবুলির স্বামী সুজন সেখকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের
চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে ওসি নজরুল ইসলাম জানিয়েছেন।