Top

ভারসাম্যহীন ব্যাক্তির পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

২৭ মার্চ, ২০২২ ৬:০৯ অপরাহ্ণ
ভারসাম্যহীন ব্যাক্তির পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
আল মামুন, জয়পুরহাট :

হারিয়ে ফেলা ভারসাম্যহীন এক ব্যাক্তিকে নিজ উদ্যোগে একটি চার্জারভ্যান উপহার দিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রায়পুর (দত্তপাড়া) গ্রামের তমিজউদ্দিনের ছেলে আব্দুল মোমিন রাঙ্গাকে এ ভ্যান উপহার দেওয়া হয়।

রাঙ্গা সহজ সরল আলাভোলা একটু বুদ্ধি কম এবং উদাসীনভাবে চলাফেরা করায় এলাকার পরিচিতজনেরা সবাই তাকে রাঙ্গা পাগলা বলে ডাকে। বাড়ির ভিটামাটি ছাড়া তাদের কিছু নাই।

২ ভাই ও ১ বোনের মধ্যে রাঙ্গা সবার ছোট, বড় বোন ও ভাই বিয়ে করে নিজেদের মত সংসার চালায় তারা।

উপার্জনহীন অসুস্থ্য বাবা সারাক্ষন বাড়িতে থাকলেও বয়স্ক মা মাঝেমধ্যে অন্যের বাড়িতে ঝিঁয়ের কাজ করে। সংসারের উপর্জনে রাঙ্গার একমাত্র অবলম্ব ছিলো একটি চার্জারভ্যান। উপজেলার ধরঞ্জী বাজার এলাকায় উপর্জনের একমাত্র সম্বল ভ্যানটি কয়েকদিন পূর্বে হারিয়ে দিশেহারা হয়ে পরে রাঙ্গার পরিবার।

রাঙ্গার ভ্যান হারানোর বিষয়টি এলাকার কয়েকজন ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে আপলোড করেন। মূর্হুতের মধ্যেই রাঙ্গার অসহায়ত্বের খবরটি ছড়িয়ে পরলে সহায়তাপূর্ণ মানবতার হাত বাড়িয়ে দেন পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোসাইদ আল-আমিন সাদ।

মা-বাবা স্ত্রী ও একমাত্র কন্যা শিশু সন্তান নিয়ে সে যেন আবারও সংসার চালাতে পারে এজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে একটি চার্জারভ্যান উপহার দেন নিজের অর্থে সাদ। রাঙ্গা ভ্যান উপহার পেয়ে বেশ খুশি হয়েছে বলে জানান। প্রতিবেশী রেনুকা বেগম বলেন, পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে আজকের উদাহরণ তা বলে দেয়।

এবিষয়ে সাদ বলেন, ফেসবুকের মাধ্যমে জানতে পারি রায়পুর গ্রামের অসহায় রাঙ্গার সংসার চালানোর আয়ের একমাত্র উৎস ভ্যান হারিয়ে সে অসহায় হয়ে পরেছে। রাঙ্গার সংসার চালানোর জন্য তাকে একটি ভ্যান ও চাল প্রদান করলাম।

ভবিষ্যতেও তার পরিবারের পাশে থাকবে বলেও জানান সে। একই সঙ্গে সমাজের বিত্তবানদের অসহায় রাঙ্গার পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে সবার প্রতি অনুরোধও করেন সাদ।

শেয়ার