Top

নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত হবে ৫০টি গ্রাম

২৮ মার্চ, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত হবে ৫০টি গ্রাম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত হবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৫০টি গ্রাম। সুবিধাভোগী পরিবারের সংখ্যা কমপক্ষে ৮ হাজার ৫০০টি। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রকল্পের আওতায় সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এলক্ষ্যে বরেন্দ্র অঞ্চল নাচোল উপজেলার ৪টি ইউনিয়নের ৫০ গ্রামে ইতোমধ্যে প্রাথমিকভাবে কাজ শুরু করেছে। রেজিলিয়েন্স, এন্টাপ্রেনিওরশীপ এ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় আগামী ৫ বছরব্যাপী কাজ করবে সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

সোমবার (২৮ মার্চ) দুপুরে এবিষয়ে অনুষ্ঠিত এক অবহিতকরণ কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। নাচোল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

কর্মশালায় সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরন, পুষ্টি সচেতনতা ও সহায়তা প্রদান এবং পরিকল্পিত অর্থনেতিক কর্মকান্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও তাদেরকে স্বাবলম্বী করে আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে কাজ করছে এসডিএফ। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারকে অন্যান্য সংস্থার পাশাপাশি সহযোগিতা প্রদানের মাধ্যমে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল-এসডিজি বাস্তবায়ন করা এসডিএফ’র প্রধান লক্ষ্য।

অবহিতকরণ কর্মশালায় জানানো হয়, রেজিলিয়েন্স, এন্টাপ্রেনিওরশীপ এ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রকল্পটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প, যা এসডিএফ বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীকে আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চয়তাকরণে সহায়তা করা হবে।

এছাড়াও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদান, গ্রামের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক প্রদান করবে এসডিএফ। সর্বোপরী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে আগামী ৫ বছর চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ দেশের ২০টি জেলার ৩২০০টি গ্রামে বাস্তবায়িত হবে। পর্যায়ক্রমে নাচোল উপজেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার আরও ১০০টি গ্রামে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

কর্মশালার সভাপতি নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, আর্থিক সক্ষমতা বাড়ানো ছাড়া নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব নয়। এসডিএফ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত করে দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। আশা করি, তাদের এই অভিজ্ঞতা থেকে নাচোলের ৪টি ইউনিয়নের পিছিয়েপড়া দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে। পাল্টে যাবে এই উপজেলার ৫০টি গ্রামের দরিদ্র মানুষের জীবনমান৷

অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহা. আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন, এসডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপক মো. মাহবুবুর রশীদ। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক মেহেদী হাসান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ অন্যান্যরা।

শেয়ার