পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে জাল ভারতীয় রুপিসহ সানোয়ার হোসেন (৪০) নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) তাকে আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার (২৮ মার্চ) বাংলাবান্ধা স্থলবন্দরে সংলগ্ন একটি ঔষধের দোকানের সামনে থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এসময় তার ৩ হাজার ৯শ’ জাল ও বৈধ ১হাজার ৭৪০ টাকা জব্দ করা হয়। পরে বিজিবি তাকে তেতুঁলিয়া মডেল থানায় সোপর্দ করে। তার বাড়ি ভারতের আসাম রাজ্যের ঝাগড়াপাড়া এলাকায়। সে ওই এলাকার তছেরউদ্দিনের ছেলে।
তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাহেরুল ইসলাম জানান, সানোয়ার পাথর বোঝাই ট্রাক নিয়ে ভারত থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করেন। পরে ট্রাক স্থল বন্দরে রেখে স্থলবন্দর সংলগ্ন একটি ঔষধের দোকানে যান।
গোপন সংবাদে ভিত্তিতে বিজিবি তাকে আটক করে। পরে তার ট্রাকে তল্লাশী চালিয়ে ট্রাকের ভিতরের একটি হ্যান্ডব্যাগ থেকে ৩ হাজার ৯শ’ জাল ও বৈধ ১হাজার ৭৪০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে তার বিরুদ্ধে পাচারের উদ্দ্যেশে জাল রুপী রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার (২৯ মার্চ) তাকে আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে। ট্রাকটি বাংলাবান্ধা স্থলবন্দরের হেফাজতে (জব্দ) রয়েছে।