Top

নিশ্চিতপুর ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

০২ এপ্রিল, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
নিশ্চিতপুর ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

নিশ্চিন্তপুর যুবসমাজের উদ্যোগে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেলে ফাইনাল খেলায় নাইন স্টার একাদশ বনাম সুহিলপুর একাদশ মাঠে নামে। ছয় ওভারের ফাইনাল খেলায় টস জিতে প্রথমে বেট করতে নামে নাইন স্টার একাদশ। ছয় ওভারে ৩ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে নাইন স্টার একাদশ। ৭৩ রানের লক্ষমাত্রায় বেট করতে নেমে প্রথমেই নাইন স্টার একাদশের বলারদের তান্ডবে চাপে পড়ে যায় সুহিলপুর একাদশ।

পরে কিছুটা সস্থির দেখা মিললেও জয়ের হাসিটা হেসেছে নাইন স্টার একাদশ। ৬ ওভার শেষে ৬৬ রান সংগ্রহ করে ৬ রানে পরাজয় শিকার করে নেয় সুহিলপুর একাদশ।
জয়ের আনন্দে মাঠ জুড়েই উল্লাসে মেতে উঠে নাইন স্টার একাদশের খেলোয়াড় ও সমর্থকরা। ফাইনাল খেলায় আম্পায়ারের দ্বায়িত্ব পালন করে ইসমাইল হোসেন ও নিলয়।

এর পর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাসুদ আলম খান।

আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, সমাজ সেবক মেজবাহ উদ্দিন হিরো, ৯নং ওয়ার্ড মেম্বার হাবীবুর রহমান, শাহিন পাটোয়ারী, হিরন পাটোয়ারী, জসিম হাজী প্রমুখ।

 

শেয়ার