Top

রেলবন্দর ঘোষণার দাবিতে সাংবাদিকদের অনশন

০২ এপ্রিল, ২০২২ ৬:১০ অপরাহ্ণ
রেলবন্দর ঘোষণার দাবিতে সাংবাদিকদের অনশন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

রহনপুর রেলস্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর করার দাবিতে এক ঘন্টার প্রতীকী অনশন করেছে চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলার সাংবাদিকগণ। শনিবার (০২ এপ্রিল) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী রহনপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়। অনশনে জেলার গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলার প্রায় ৪০ জন সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।

এসময় তিন উপজেলার সাংবাদিক নেতারা বলেন, ব্রিটিশ আমলে রহনপুরে রেলওয়ে শুল্ক স্টেশনটি চালু করা হলেও অবকাঠোমো উন্নয়ন হয়নি। এই বন্দরের অবকাঠামো উন্নয়ন না করে অন্য জায়গায় রেলবন্দর স্থাপনের পাঁয়তারা চলছে। রেলবন্দরের অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহন না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এই তিন উপজেলার জনসাধারণ। তাই তাদেরকে সর্মথন দিতে সাংবাদিকরা এই প্রতীকী অনশন করেছে।

প্রতীকী অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, গোমস্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন নাহিদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, ভোলাহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক শাহ কবির, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার, নাচোল প্রেসক্লাবের সভাপতি ওয়ালিউল হক ডলার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহরুল হক জহিরসহ অন্যান্যরা।

পরে প্রতীকী অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল, সদস্য সচিব ইয়াহিয়া খান রুবেল, যুগ্ন-আহবায়ক সেরাজুল ইসলামসহ অন্যান্যরা। দুপুর ১২টায় অনশনকারী সাংবাদিকদের পানি ও জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান, রহনপুর ইউসুফ আলী কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস।

এর আগে গত ২৯ মার্চ মানববন্ধন, ০৩ মার্চ রহনপুর রেলস্টেশন প্লাটফর্মে অবস্থান কর্মসূচি পালন করে রেলবন্দর বাস্তবায়ন পরিষদ ও বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ। এছাড়াও গত ০১ মার্চ রহনপুরে রেলবন্দরের পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ, গত ২৬ ফেব্রুয়ারি একই দাবিতে রহনপুরের সব ব্যবসায়ী এক ঘণ্টা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন এবং ২৪ ফেব্রুয়ারি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

শেয়ার