Top

নিখোঁজ শহরবানুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

০২ এপ্রিল, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ
নিখোঁজ শহরবানুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রায় মাসখানেক আগে গাইবান্ধায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হন মোসা. শহরবানু (৪০)। এরপর থেকে তাকে খুঁজতে শুরু করে তার পরিবার।

প্রায় এক মাস পর শহরবানুকে উদ্ধার করে তার পরিবারের নিকট ফিরিয়ে দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ। নিখোঁজ মোসা. শহরবানু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কৌচা কৃষ্ণপুর গ্রামের মো. ছানা মিয়ার স্ত্রী।

নিখোঁজ শহরবানুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নাচোল থানা পুলিশ গত ২৯ মার্চ সকাল ৮টায় শহরবানুকে নাচোল বাসস্ট্যান্ড মোড় এলাকা হতে উদ্ধার করে। এসময় তাকে নাচোল বাসস্ট্যান্ড এলাকার তোফাজ্জল হোসেনের স্ত্রী মোসা. বিলকিসের হেফাজতে রাখে পুলিশ। এরপর বিভিন্ন উপায়ে নিখোঁজ শহরবানুর পরিবারকে খুঁজতে থাকে পুলিশ। তিনদিন ধরে খোঁজার পর সন্ধান মিলে তার পরিবারের। শনিবার (০২ এপ্রিল) শহরবানুকে ছেলের কাছে তাকে হস্তান্তর করা হয়।

নাচোল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিন্টু রহমান জানান, গত ২৯ মার্চ নাচোল বাসস্ট্যান্ড থেকে শহরবানুকে উদ্ধারের পর তার পরিবারের খোঁজ করতে শুরু করে পুলিশ৷ এরপর গোবিন্দগঞ্জ থানায় যোগাযোগের মাধ্যমে তার পরিবারের খোঁজ পাওয়া যায়৷ উপযুক্ত তথ্য-প্রমাণ নিয়ে নিশ্চিত হয়ে শহরবানুকে তার ছেলে সবুজের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার