নিখোঁজের এক যুগ পার হয়ে গেলেও সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার পশ্চিম ওয়াবদা বাঁধ মহল্লার লতা পারভীনের (৫০) সন্ধান এখনও পাওয়া যায়নি। তার একমাত্র বোন বৃদ্ধা আয়েশা বেগম এখনও তার সন্ধানের অপেক্ষায় রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১২ ডিসেম্বর ওই মহল্লার মৃত আছের আলী প্রামানিকের মেয়ে লতা পারভীন প্রতিদিনের মতো রাতে নিজ ঘরে ঘুমিয়ে পরে। পরদিন সকালে লতাকে আর ওই ঘরে পাওয়া যায়নি।
পরিবারের লোকজন বহু খোঁজা খুঁজি করেও নিখোঁজ লতার সন্ধান পায়নি। এ ব্যাপারে তার বড় ভাই আব্দুল আলীম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করেন। তাড়াশ থানার জিডি নং- ৭২৩ তাং ১২.১২.২০০৯ ইং। এক যুগ পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন এখনও তার সন্ধান পায়নি। নিখোঁজ লতার ভাগ্নে ফজল আলী সাংবাদিকদের বলেন, খালার সাথে কিছু মানুষের জমি-জমা সংক্রান্ত বিরোধ ছিলো।
এ বিরোধের জেরেও খালার নিখোঁজের ঘটনা ঘটতে পারে। আমার বৃদ্ধ মা আয়েশা বেগম বোনের ফেরার আশায় এখনও অপেক্ষা করছেন। খালাকে জীবিত অথবা মৃত উদ্ধারে আইন প্রয়োগকারীর সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। লতার বৃদ্ধা বড় বোন আয়েশা বেগম বলেন, আদরের ছোট বোন নিখোঁজ হলে অনেক জায়গায় তার সন্ধান করি।
পুলিশের কাছেও অভিযোগ করা হয়। কিন্তু প্রায় ১৩ বছরেও ছোট বোনের সন্ধান পাওয়া যায়নি। আমার বোন ফিরে আসবে এমন আশায় এখনও বুক বেঁধে রয়েছি। এ ব্যাপারে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, লতা পারভীন নিখোঁজের জিডি বহু দিন আগের। এ রকম কোন জিডি এখনও ঝুলে আছে বলে জানা নেই। তবে বিষয়টি খতিয়ে
দেখা হবে বলে তিনি উল্লেখ করেন।