Top

শ্রীবরদীতে কৃষকদের বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

০৭ এপ্রিল, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ
শ্রীবরদীতে কৃষকদের বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ
শেরপুর প্রতিনিধি :

আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ০৬ এপ্রিল বুধবার দুপুরে কৃষি অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভায় কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার। এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, সহকারি কৃষি কর্মকর্তা এলানুর ইসলাম সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও কৃষকরা উপস্থিত ছিলেন।

পরে প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি দেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার ৭ শত ৫০ জন কৃষক বীজ ও সার পাবে।

শেয়ার