নরসিংদীর রায়পুরায় কোহিনূর জুট মিল হাই স্কুল ঘাগটিয়া ও এর শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ এপ্রিল) রায়পুরা উপজেলার কোহিনূর জুটমিল হাই স্কুল ঘাগটিয়ায় এই সংবাদ সম্মেলন কওে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান। তিনি অভিযোগ করেন- স্কুলের বিরুদ্ধে ষরযন্ত্রে লিপ্ত কিছু মানুষ সম্প্রতি ভুল তথ্য দিয়ে মিডিয়ায় স্কুল ও শিক্ষকের নামে অপপ্রচার চালাচ্ছে। বলা হচ্ছে আমি বিদ্যালয়ের গোপন পিন ব্যবহার করে টাকা উঠিয়ে নিচ্ছি। অথচ আমার স্বাক্ষরের পাশাপাশি ইউএনও সাহেবের প্রতি স্বাক্ষরে সকল বিল উঠানো হয়। বিভিন্ন মাধ্যমে আরও প্রচার করা হচ্ছে আমি ৬০০ ছাত্রছাত্রীকে টাকার বিনিময়ে এসএসসি পাশ করানোর দায়িত্ব নিয়েছি।
এখন আমার প্রশ্ন হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি এতটাই দুর্নীতি গ্রস্থ যে টাকার বিনিময়ে পাবলিক পরীক্ষায় পাশ করানো যায়? এতেই কি প্রমাণিত হয় না যে স্কুলের বিরুদ্ধে ষরযন্ত্রকারীরা উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমাদের স্কুল ও এর শিক্ষকদের হয়রানি করার জন্য এ পরিকল্পিত ভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে? আপনাদেও মাধ্যমে আমি বলতে চাই কোহিনূর জুটমিল হাই স্কুল ঘাগটিয়া শিক্ষা সংশ্লিষ্ট যথাযথ কতৃপক্ষের অনুমতি এবং মহামান্য সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের আদেশ মোতাবেক পরিচালিত হচ্ছে। এখানে কোনো রকমের অনিয়ম হয় না। অথচ বিভিন্ন মাধ্যমে অভিযোগকারী আছমা বেগম নিজেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করেন। যা মিথ্যা। শিক্ষিকা আছমা বেগম নিয়োগ সংক্রান্ত কাগজপত্র ( পেপার কাটিং, সরকারি প্রতিনিধির অনুমোদন ইত্যাদি) না থাকায় সরকারি তদন্তে রিপোর্টও এসেছে। তাছাড়া জমি ভাড়া নিয়ে স্কুল চালাচ্ছি ও ভাড়া দিচ্ছি না বলে যে অভিযোগ মরহুম আবুল হাসেমের মেয়েরা করেছে তাও সম্পূর্ণ মিথ্যা। এসময় তিনি জমির দলিল প্রদর্শন করেন।
১৯৮১ সালে শুধু জুটমিলের শ্রমিক ও কমকর্তাদের ছেলে মেয়েদের শিক্ষাদানের জন্য মৌলভী তোফাজ্জল হোসেন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলটির পাঠদান কার্যকম শুরু করেন। বিদ্যালয়ের জন্য সরকারি নিয়ম মোতাবেক জমির দলিল সম্পাদননা করেই বিএনপি সরকারের আমলে অথাৎ ১৯৯৫ ইং সালে বিদ্যালয়টি জুনিয়র স্কুল হিসেবে এমপিও ভুক্তি হয়। ১৯৯৮ ইং সালে মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি প্রাপ্ত হয়। ২০০২ আতিকুর রহমান বিধি মোতাবেক সহকারি শিক্ষক বাংলা এবং তার ভাই আহসান হাবিব ২০০৩ সালে সহকারী শিক্ষক সমাজ-বিজ্ঞান হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়। এই দিকে ঢাকা শিক্ষাবোর্ড থেকে বিদ্যালয়ের নামে রেজিষ্ট্রীকৃত মূল দলিল চেয়ে পত্র প্রেরণ করেন। প্রধান শিক্ষক জমির দলিল নেই বলে জানান এবং ঐ সময়কার সার্বিক পরিস্থিতি জানিয়ে কতৃপক্ষকে আবেদন করিলে ২০০৬ সালের শেষের দিকে বিদ্যালয়টিকে গৌরিপুর থেকে ঘাগটিয়া গ্রামে শিক্ষা বিভাগের নামে বেতলব ভাবে রের্কড ভুক্ত ভাবে ১২৩ শতাংশ পতিত জায়গায় স্থানান্তর করেন। ২০০৭ সাল থেকে কোহিনূর জুটমিল হাই স্কুল ঘাগটিয়া যথাযথ সরকারি দপ্তরের অনুমতি ও মহামান্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায়ের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে।
প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন- আমাকে হয়রানি করার জন্য এসব অপপ্রচার চালানো হচ্ছে? তাছাড়া আরও অপপ্রচার চালানো হচ্ছে- আমরা নাকি বিদ্যালয়ের জমিটি ভাড়া নিয়েছি? আপনাদের মাধ্যমে আমি বিদ্যালয়ের জমি ক্রয়ের দলিল দেখাতে চাই। তাহারা নয় বোন জমিটি তাহাদের চাচাতো বোন জামাই হাজী আলাউদ্দিন মিয়ার কাছে ২০০৩ সালে বিক্রি করে দিয়েছেন। অথচ স্বাধীনতাযুদ্ধে তথা মুক্তিযোদ্ধে বিরোধী ভূমিকায় লিপ্ত ব্যক্তি মরহুম আবুল হাশেমের বড় কন্যা জাহানারা বেগম (পারুল) শিক্ষা বিভাগের রেকর্ড ভুক্ত ১২৩ শতাংশ পতিত জায়গা সংল্গন ১৪ শতাংশ ভূমিতে বিদ্যালয়ের স্থাপনা করার জন্য অনুমতি দেন। তিনি ৮ গন্ডা জমির বিক্রি বাবদ ৬ লক্ষ টাকা নেন এবং ২ লক্ষ টাকার বিনিময়ে তিনি আজিবন দাতাসদস্য সহ তাহার বাবার নামে ভবন দেওয়ার আবদার রাখেন কিন্তু পরবর্তীতে দেখা যায় আদালতে উক্ত জায়গার বিষয়ে প্রিয়েমশন মামলার রায় আছে। আদালতের মামলায় আবুল হাশেমের কন্যাগণ হেরে যাওয়ায় উক্ত জায়গাটি জাহানারা বেগম (পারুল) দলিল করে দিতে পারে নাই। ২০০৭ সাল থেকে আমি আতিকুর রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে এবং পরবর্তীতে প্রধান শিক্ষক হিসাবে বিদ্যালয়টি পরিচালনা করিতেছি। উক্ত স্কুলের বিষয়টি সম্মানিত এসিল্যান্ড, ইউএনও, জেলা প্রশাসক মহোদয়সহ শিক্ষা ডিপার্টমেন্টের সকলেই অবগত আছেন। বিদ্যালয়ে সম্পূর্ণ বিধিবর্হিভূত ভাবে নিয়োজিত শিক্ষক আছমা বেগম ও মোঃ আবদুল মালেক যাদের নিয়োগ কালীন পত্রিকার বিজ্ঞপ্তি, কমিটির রেজুলেশন ও ফলাফল শীট নেই তাহাদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রনালয়ের অডিট আপত্তিসহ বেতন ফেরতের নিদের্শ রয়েছে। এই দুইশিক্ষক অবৈভাবে নিয়োজিত থাকার জন্য একটি র্স্বাথান্বেষি মহলের মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় কোহিনূর জুটমিল হাই স্কুল ঘাগটিয়া ও এর শিক্ষকদের বিরুদ্ধে হয়রানির উদ্দেশ্যে অপপ্রচার ও মিথ্যা চার চালাচ্ছে উল্লেখ করে আতিকুর রহমান সকল অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।