কৃষি জমির ওপর নির্মিত ইট ভাটা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া ও গ্যাসে ৩শ’ বিঘা জমির ধান ক্ষেতসহ বিভিন্ন ফল ও ফসলের ক্ষেত ঝলসে গেছে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের ধনমন্ডল আমীন পাড়া এলাকায় অবস্থিত শাহীন ব্রিকসের ইট ভাটা থেকে গত এক সপ্তাহ ধরে নির্গত বিষাক্ত এই ধোয়া ও গ্যাসে ধান, কলাসহ আম, কাঠাল, লিচু, সুপারিসহ বিভিন্ন ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।
একই কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে ইটভাটার আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থী, বয়স্ক মানুষসহ এলাকার সাধারণ মানুষ। বার বার কৃষি বিভাগের কর্মকর্তাদের ফোন করেও কোন সহযোগিতা পাননি কৃষকরা। অবশেষে বাধ্য হয়ে কৃষক কৃষাণীরা ইটভাটা এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
জানা গেছে, শাহীন ব্রিকসের চতুর্দিকে তিন শত বিঘারও বেশি জমিতে বোরো ধান, কলাসহ বিভিন্ন ফসল ও ফলের চাষাবাদ করা হয়েছে। নিজের স্বল্প জমি ছাড়াও বিঘা প্রতি ১০ হাজার টাকার বিনিময়ে বর্গা (কন্ট্রাক্টে) নিয়ে কৃষকরা এসব ফসল ও ফল চাষাবাদ করে। গত কয়েকদিন ধরে বয়ে যাওয়া বাতাসে ওই ইট ভাটার ধোয়া ও গ্যাসে বোরো ধানের ক্ষেত ও কলা বাগান ঝলসে গেছে। নষ্ট হয়ে যাচ্ছে আম, কাঠাল, লিচু, সুপারিসহ বিভিন্ন ফল। বিষয়টি ইট ভাটা কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগকে বার বার অবহিত করেও কোন লাভ হয়নি।
কৃষক কৃষাণীরা জানান, অবৈধভাবে কৃষি জমির ওপর প্রশাসনের অনুমতি ছাড়াই শুধুমাত্র দন্ডপাল ইউনিয়নেই ২০টি ইট ভাটা গড়ে উঠেছে। এরমধ্যে ৩টির অনুমোদন থাকলেও অন্যরা বিনা অনুমতিতে অবৈধভাবে ইটভাটা গড়ে তুলেছে। কৃষি, পরিবেশ, জীববৈচিত্র বিনষ্ট হলেও প্রভাবশালীরা দলীয় প্রভাব ও উৎকোচের বিনিময়ে এসব ইট ভাটা গড়ে তুলেছে। প্রভাবশালী হওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা প্রতিবাদ করেও কোন সুরাহা পাচ্ছেন না। প্রতি বছর ইট ভাটার ধোয়া ও গ্যাসে ফসল ও ফলের ক্ষয়ক্ষতি হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না। এক বছর আগেও এমন ঘটনা ঘটলে ইট ভাটা কর্তৃপক্ষ ক্ষতিপুরনের আশ্বাস দিলেও অনেকেই ক্ষতিপুরণ পাননি। ঘুরে ঘুরে মালিক পক্ষের কাছে ধর্ণা দিয়ে যে কয়েকজন ক্ষতিপুরণ পেয়েছেন তার পরিমাণও ছিল সামান্য। এবারেও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ক্ষুব্ধ ও হতাশ ওই এলাকার শতাধিক কৃষাণ কৃষাণীরা রবিবার (১০ এপ্রিল) ইট ভাটা বন্ধসহ ফসল ও ফলের ক্ষতিপুরণের দাবিতে ইট ভাটার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষতিগ্রস্থ হতদরিদ্র এবং প্রান্তিক চাষীরা বিঘা প্রতি জমি ১০ হাজার টাকায় বর্গা নিয়ে ধার কর্জ করে বোরো ধান চাষাবাদ করেছেন। আর ধার কর্জ করে জমি তৈরি, বীজ, সার, কীটনাশক ও সেচ দিয়েছেন। সব মিলে এক বিঘা জমি চাষাবাদে (বর্গা ও বীজ, সার, কীটনাশক সেচসহ) তাদের প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। বার বার একই ভাঁটা থেকে কৃষক ক্ষতিগ্রস্ত হলেও দেখার কেউ নেই। ইট ভাটা মালিক প্রভাবশালী হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগ সকলেই তার পক্ষে।
ওই এলাকার কৃষক রফিকুল ইসলাম, সাহাবুদ্দিন জানান, ধান গাছ পুড়ে গেছে। এক বিঘা জমিতে স্বাভাবিকভাবে ৩০ থেকে ৪০ মণ ধান উৎপাদন হয়। এখন আর আগের মত ধান পাবো না। অর্ধেক ধানও পাওয়া যাবে না। গতবছরের আগের বছরও ফলন বেশি হয়নি। এখন ধান না পেলে খাবো না ঋণ পরিশোধ করবো এ নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছি।
কৃষক ওমর আলী জানান, উঠতি ধান নষ্ট হচ্ছে দেখে টেনশনে আছি। খেয়ে না খেয়ে ধান আবাদ করেছি। সেই ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা সর্বশান্ত হয়ে যাবো। বার বার ফোন করেও কৃষি বিভাগের কেউ ক্ষতিগ্রস্থ এলাকা দেখতে আসেননি। আমাদের কোন পরামর্শও দেননি।
কৃষক আবুল হোসেন জানান, সব পুঁজি লাগিয়ে ধান আবাদ করেছি। ইট ভাটার গ্যাসে ধান নষ্ট হতে চলেছে। সঠিকভাবে ক্ষতিপুরণ না পেলে আমাদের পথে বসতে হবে।
ওই এলাকার কৃষাণী করিমন বেগম জানান, ইটভাটার গ্যাসে ধানের ক্ষেত পুড়ছে না। পুড়ে যাচ্ছে আমাদের মত ক্ষুদ্র কৃষকদের স্বপ্ন পুড়ছে। কষ্টে অর্জিত ফসল ঘরে তোলার আগেই পুড়ে চিটা হয়ে যাওয়ায় ঋণ পরিশোধের চিন্তায় পড়েছেন তিনি। ধান ঘরে না উঠলে ঋণ পরিশোধ তো দূরের কথা পরিবার পরিজনের খাদ্যের যোগান নিয়েও শঙ্কায় আছেন তিনি।
ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, ইট ভাটা সরানোর দাবি করায় ভাটা মালিক মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন। আমরা ক্ষতিপুরণ চ্ইা না, কৃষি জমির ওপর থেকে ভাটা সরানোর দাবি করছি।
সরেজমিন গিয়ে দেখা গেছে, সবুজ খেতের ধানগাছ ধোঁয়া ও গ্যাসের কারণে লালচে হয়ে গেছে। পাতা কুঁকড়ে গেছে। ধানের শিষ পরিণত হয়েছে চিটায়। কলা বাগানের কলা ও পাতা পুড়ে যাচ্ছে। ভাটার গন্ধে এলাকায় শ^াস-প্রশ^াস নিতেও কষ্ট হচ্ছে। জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কাউকেই ক্ষতিগ্রস্থ এলাকায় দেখা যায়নি।
গত কয়েকদিন ধরে ধান গাছের এই অবস্থা থেকে রক্ষা করার জন্যে স্থানীয় কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুনের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্থানীয় কৃষকদের জন্য তার হাতে সময় নেই। তিনি ব্যস্ত আছেন। ট্রেনিংয়ে আছেন। ফোন করায় তিনি কৃষকদের ধমক দেন বলেও জানান কৃষকরা। ঘটনাস্থল থেকে উক্ত কর্মকর্তাকে ফোন করে পরিস্থিতি জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গেও অসৌজন্য আচরণ করেন। তবে ভাটার মালিকের কাছে ধান ক্ষেতে কীটনাশক ছিটাতে পরামর্শ দিয়ে এসেছেন বলে জানান। বিষয়টি এতোটা জটিল নয় বলেও তিনি জানান।
দন্ডপাল ইউনিয়নের চেয়ারম্যান আজগর আলী জানান, আমি অসুস্থ্য। কৃষকদের মুখে আমি বিষয়টি জানতে পেরেছি। আমি ভাটার মালিককে বলে দিয়েছি কৃষকদের ক্ষতিপুরন দিতে।
শাহীন ব্রিকসের মালিক মো. শাহীন হোসেনকে ফোন করলে তিনি ভাটায় নেই, পঞ্চগড়ে রয়েছেন। পরে কথা বলবেন বলে জানান। তবে তার ভাটার ব্যবস্থাপক আনোয়ার হোসেন কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করা হচ্ছে। সমস্যা কেটে যাবে। প্রয়োজনে ক্ষতিপুরন দিবেন বলেও জানান তিনি।
পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভুগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রধান তৌহিদুল বারী বাবু জানান, নিচু চিমনি দিয়ে প্রচুর পরিমাণে ভারী সালফার ডাই-অক্সাইড নির্গত হচ্ছে। ভারী সালফার গ্যাস বাতাসে নিচের দিকে আসায় ফল ও ফসলের কাণ্ড ও পাতায় ঢুকে ফসল ও গাছ নষ্ট করে দিচ্ছে। ইটভাটার বিষাক্ত গ্যাসে দিগন্ত জোড়া বোরো ধানের শীষ শুকিয়ে পাতানে পরিণত হচ্ছে।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শামীম হোসেন জানান, আমি বিষয়টি জানি না, আমাকে কেউ জানায়নি। আপনাদের মুখেই শুনলাম। দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলবেন বলে জানান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনের বিষয়ে অভিযোগ করলে তিনি বিষয়টি দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানোর পরামর্শ দেন।