ভোলার লালমোহনে করিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক(পিয়ন) মো. জিহাদ ও তার ভাই ফরহাদ হোসেনের বিরুদ্ধে তিন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড করিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। মারধরে শিকার তিন ছাত্র ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তুহিন, শান্ত ও হাসান।
আহত তুহিন, শান্ত ও হাসান জানায়, রাতে তিন সহপাঠী মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। করিমগঞ্জ বাজারে এসে পৌঁছালে তাদের বিরুদ্ধে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর মিথ্যা অজুহাত তুলে মারধর করে বিদ্যালয়ের অফিস সহায়ক(পিয়ন) মো. জিহাদ ও তার বড় ভাই ফরহাদ হোসেন।
আহত শান্ত জানায়, মারধরের সময় পিয়ন জিহাদের পা জড়িয়ে ধরলেও তাদের মারতে থাকেন ক্ষমা করেননি তিনি।
আহত তুহিনের বাবা মো. কবির বলেন, শুনেছি স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্বার করতে সক্ষম হয়। পরে রাতেই তাদেরকে লালমোহন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বিদ্যালয়ের পিয়নের এমন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন শিক্ষার্থীদের অভিভাবকরা।
এ ঘটনার বাপারে করিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক(পিয়ন) মো. জিহাদের যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
তবে এ ঘটনার সাথে নিজের সস্পৃক্ততার কথা অস্বীকার করে জিহাদের বড় ভাই ফরহাদ হোসেন বলেন, রাতে ওই শিক্ষার্থীরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে রাস্তার বাইরে পড়ে গিয়েছিলেন তিনি। এ ঘটনা শুনে ওই শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করতে গেলে মো. জিহাদের সাথে দূর্ব্যবহার করে তারা। এজন্য তাদের মারধর করে জিহাদ।
করিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন নিজাম বলেন, এ ঘটনা শুনে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, এ সংক্রান্তে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।