মুজিব শতবর্ষে বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনায় বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানায় একটি করে গৃহহীন পরিবারকে বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য কর্মসূচি গ্রহণ করে। এ কর্মসূচির আওতায় মিরসরাই থানায় গৃহহীন সাফিয়া খাতুন (৫৪) কে একটি জমিসহ বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে।
মিরসরাই থানা সৃত্রে জানা গেছে, এ বাড়ির আয়তন ৪১৫ বর্গফুট এবং এসব বাড়ি নির্মাণে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। নির্মিত বাড়িটিতে মোট ৩টি কক্ষ রয়েছে।
বাড়ি পেয়ে অনূভুতি প্রকাশ করে সাফিয়া খাতুন বলেন, আমি ছেলে-মেয়ে ও পরিবার নিয়ে এতোদিন গৃহহীন অবস্থায় অরক্ষিত জীবনযাপন করেছি। এখন আমি একটি সুন্দর বাড়ি পেয়ে নিরাপদে বাঁচতে পারবো বলে আশা করছি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুলিশ কর্মকর্তাদের জন্য দোয়া করবো। সবাই যেন ভালো থাকেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে গৃহনির্মাণের সরঞ্জাম খরচ প্রদান করা হয়েছে। স্থানীয়ভাবে শ্রী আশীষ কুমার চৌধুরী ঘরের জন্য ভূমি দান করেন। সে ভুমিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আবাসন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি মিরসরাই থানায় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, পরিদর্শক (তদন্ত) অলি উল্লাহ, সাংবাদিক নুরুল আলম, বিপুল দাশ, মোঃ ইউসুফ, নাছির উদ্দিসহ থানার পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা।
ফেজবুকে আমাদের সাথে যুক্ত হতে ক্লিক করুন ।
আরও খবর জানতে ক্লিক করুন।