অভিযুক্ত দেলোয়ার হোসেন নগরীর উত্তর আশরতপুর ঢাকাইপট্টির বাসিন্দা ফয়েজ আলী মাস্টারের ছেলে। তিনি রংপুর সিটি কলেজের তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক।
ছাত্রলীগ নেতা ইমরান হোসেন জানান, গত ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় ফেসবুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুমড়ার ছবিসহ পোস্ট করেন দেলোয়ার হোসেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, এটা দিয়েই আমি গণভবনে বেগুনি বানিয়ে সংসদ ভবনে সাপ্লাই করি।
শিক্ষকের এই পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। অল্প সময়ের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সমালোচনার মুখে পরবর্তীতে ওই পোস্টটি ফেসবুক থেকে মুছে দেন শিক্ষক দেলোয়ার হোসেন। তবে, ছাত্রলীগ নেতাসহ অনেকেই পোস্টটির স্ক্রিনশট নিয়ে রাখেন।
এ ঘটনায় রবিবার রাতে ছাত্রলীগ নেতা ইমরান বাদী হয়ে তাজহাট থানায় শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।
ইমরান বলেন, জাতির জনক এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ করার অভিযোগে আমি মামলাটি দায়ের করেছি।
তাজহাট থানার ওসি নাজমুল কাদের বলেন, শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগটি সাইবার ট্রাইব্যুনালে তদন্তের জন্য অনুমতি চাইব। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
ফেজবুকে আমাদের সাথে যুক্ত হতে ক্লিক করুন ।
আরও খবর জানতে ক্লিক করুন।