মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১১৬০ জন কৃষকদের মাঝে বীজ এ সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ ট্রেনিং সেন্টারের সামনে গতকাল সেমবার দুপুরে মাগুরার কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.হায়াত মাহমুদ এই বীজ ও সার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) মোছাঃ বেবী নাজনীন, উপজেলা কৃষি অফিসার আব্দুস সোবাহান প্রমূখ।
প্রত্যেক কৃষকদের মাঝে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমও পি ও ৫ কেজি আউশ ধানের বীজ বিতরণ করা হয়।