Top

মাগুরায় ২৫ কোটি টাকার পেয়াজ বীজ উৎপাদনের সম্ভাবনা

১২ এপ্রিল, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ
মাগুরায় ২৫ কোটি টাকার পেয়াজ বীজ উৎপাদনের সম্ভাবনা
আরজু সিদ্দিকী,মাগুরা :

দেশের সর্বত্র পেয়াজের চাহিদা ও আশানুরূপ দাম পাওয়ার কারণে মাগুরায় জেলায় পেঁয়াজবীজ উৎপাদনে ঝুঁকেছেন কৃষকরা। মাগুরার মহম্মদপুর উপজেলার আটটি ইউনিয়নের প্রায় দেড় হাজার কৃষক দেড় হাজার বিঘা জমিতে পেঁয়াজবীজ উৎপাদন করছেন।

জেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে মহমনদপুর উপজেলাররাজারজাট ৮টি ইউনিয়নে উচ্চ ফলনশীল গালতীর, নীলতীর, হাইব্রিড, বাড়ি-০১ এবং নাসিক-এন-৫৩ জাতের পেঁয়াজ বীজ উৎপাদনে কৃষক নিরস্তর পরিশ্রম করছেন। জমি কর্ষণ (চাষ) দেওয়ার পর পেঁয়াজ রোপণ সময়মতো সেচ দেওয়া সার এবং কীটনাশক প্রয়োগের কারণে বীজের ভালো পাবেন বলে আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য অনুকূল আবহাওয়ার পাশাপাশি কৃষকের নিবিড় পরিচর্যার ফলে বীজের ভালো ফলন আশা করা হচ্ছে। প্রতি বিঘা জমি থেকে ৮০ থেকে ৮৫ কেজি বীজ পাওয়া যাবে।

ওই হিসেব অনুযায়ী দেড় হাজার বিঘা জমি থেকে এক লাখ ২০ হাজার কেজি থেকে এক লাখ ৩০ হাজার কেজি বীজ উৎপাদন হবে। প্রতি কেজি বীজের দাম ২ হাজার টাকা দরে হিসেব করলে প্রায় ২৫ কোটি টাকার বীজ উৎপাদন হবে। প্রতি বিঘা জমিতে গড় খরচ হয় ৩০ হাজার থেকে ৩২ হাজার টাকা। প্রতি বিঘায় এক লাখ ৬০ হাজার টাকার বীজ পাওয়া যাবে। প্রতি বিঘা জমি থেকে কৃষকের লাভের অঙ্ক থাকবে এক লাখ ৩০ হাজার টাকা। ওই হিসেব অনুযায়ী দেড় হাজার বিঘা জমি থেকে দেড় হাজার কৃষকের লাভ থাকবে ১৯ কোটি টাকারও বেশি।

উপজেলা সদরের পূর্বনারায়ণপুর গ্রামের কৃষক রাজীবুল ইসলাম খবির বলেন, ‘এবার পেঁয়াজবীজ ভালো হয়েছে। আশানুরূপ লাভবান হব বলে আশা করছি।

উপজেলার চরপাড়া গ্রামের কৃষক লাখু মোল্যা বলেন, ‘বীজের ভালো ফলন এবং ভালো দাম পাবো। পেঁয়াজ বীজের উচ্চমূল্য এবং এটি লাভজনক ফসল হওয়ায় দিনদিন বীজের চাষে ঝুঁকছেন তিনি। তা ছাড়া বীজের চাষ করে খেত থেকে যে পেঁয়াজ পান, তা থেকে বীজ চাষের খরচ উঠে আসে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, ‘চলতি মৌসুমে কৃষকরা পেঁয়াজ বীজের ভালো ফলন পাবেন। উৎপাদিত এ বীজ বিক্রি করে এবার অধিক লাভবান হবেন কৃষকরা। বর্তমান বাজার দরে পেয়াজ বীজের দাম দেখে ও উৎপাদন দেখে কৃষকরা খুশি।এক বুক আশা নিয়ে কৃষকরা অনেক স্বপ্ন দেখছে।

শেয়ার