রংপুর জেলার তিস্তানদী বেস্টিত চরাঅঞ্চলগুলো এখন সবুজে সমরোহ হয়ে উঠেছে সৌরশক্তিচালিত ভ্রাম্যমাণ সমন্বিত সেচ ব্যবস্থার কারণে। চরে উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি কিনতে দেশের বিভিন্ন স্থান সবজি ব্যবসায়িরা ভিড় করছে গংগাচড়া, কাউনিয়া আর পীরগাছা উপজেলার তিস্তার চর এলাকাগুলোতে। এতে করে কৃষকেরা যেমন লাভোবান হচ্ছে তেমনি তাদের মাঝে নিত্য নতুন জাতের সবজি চাষের প্রতিযোগীতা চলছে।
কাউনিয়া উপজেলার চর তালুক শাহবাজ, ডুষমারা, হরিচরণশর্মা এবং চরগোনাইসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা কৃষকদেও সাথে কথা বলে জানা গেছে, আগে চরের শত শত একর জমি সেচের অভাবে অনাবাদি পরে থাকত। এখন নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চরের জমিতে চাষ হচ্ছে মিষ্টি কুমড়া, স্কোয়াশ, আলু, মরিচ, ভুট্টা, বাদাম, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ধরনের শাকসবজি। সৌরশক্তিচালিত ট্রলি ও নৌকা করে ভ্রাম্যমাণ সেচের মাধ্যমে প্রত্যন্ত চরের জমিতে সেচ নিশ্চিত করায় ফসল উৎপাদন বাড়ছে চরগুলোতে। কৃষাণী তমিজন নেছা জানান,তার স্বামী ঢাকায় রিকসা চালান। চরের যে জমি রয়েছে তিনি তা নিজে চাষবাস করেন। চরে বালির পরিমাণ বেশি হওয়ায় প্রতিদিন জমিতে সেচ দিতে হয়। আগে নদী থেকে পানি নিয়ে এসে জমির পাশে গর্ত করে দিয়ে জমিয়ে রাখতেন। পরে ওই পানি দিয়ে সেচে দিতেন।
পানি কিনে জমিতে সেচ দিলে উৎপাদন খরচ বেশি হতো। বর্তমানে তিনি সৌরশক্তিচালিত ভ্রাম্যমাণ ট্রলির মাধ্যমে সেচ নিয়ে চাষ করছেন। এ বছর তিনি মিষ্টি কুমড়ার ব্যাপক চাষ করেছেন। প্রায় ২ হাজার পিট (গর্ত) করেছেন। প্রতি ফুটে খরচ হয়েছে প্রায় ৬০ টাকা। প্রতি পিট থেকে কুমড়া বিক্রি করে খরচ বাদ দিয়ে তিনি ৫০-৬০ টাকা লাভ করার আশা করছেন। তার কুমড়া কিনতে কাঁচা
সবজি ব্যবসায়ীরা চরে আসছেন। এছাড়া তিনি এক একর জমিতে পেঁয়াজ, ভুট্টা ও রসুনের চাষ করেছেন।
এ বছর কৃষকরা চরে শুধু মিষ্টি কুমড়ার জন্য প্রায় ১৪ হাজার পিট করেছেন। সৌরশক্তিচালিত ভ্রাম্যমাণ ট্রলিতে চাকা লাগা থাকায় দূরের কৃষকরাও জমিতে সেচ দিতে পারছেন।
কৃষক দুলাল মিয়া জানান, তিনি এ বছর ১ একর জমিতে পেঁয়াজ চাষ করেছেন। এরই মধ্যে তিনি ১৬ মণ পেঁয়াজ বিক্রি করেছেন। বর্তমানে তার জমিতে আরো ২০ মণ পেঁয়াজ আছে। পেঁয়াজ চাষে খরচ হয়েছে ২ হাজার টাকা।
কৃষক নজরুল জানান, এ বছর আলু তুলে বাদাম চাষ করেছেন। নৌকায় বসানো সৌরশক্তিচালিত পাম্পের সাহয্যে জমিতে প্রয়োজনীয় সেচ দিতে পারছেন। অথচ আগে সেচ বাবদ বছরে তাদের একর প্রতি ৬ হাজার টাকা খরচ হলেও বর্তমানে তা
নেমে এসেছে ১ হাজার টাকায়। চরের কৃষকদের সাথে আলাপ করে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন
করপোরেশন চর এলাকায় নৌকা ও ট্রলিতে করে সৌরশক্তি চালিত ভ্রাম্যমাণ এলএলপি সেচের ব্যবস্থা করেছে।
বিএডিসি রংপুরের নির্বাহী প্রকৌশলী এএইচএম মিজানুল ইসলাম বলেন, রংপুর অঞ্চলের ভূ-উপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্র সেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছর থেকে তিনটি ট্রলি, একটি নৌকার মাধ্যমে সৌরশক্তিচালিত ভ্রাম্যমাণ এলএলপি সেচের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দূর্গম চরে কৃষকের সেচ সুবিধার জন্য দুটি পাতকুয়া স্থাপন করা হয়েছে।
নদীসংলগ্ন জমিগুলোয় ট্রলি এবং নৌকার মাধ্যমে সেচ দেয়া হচ্ছে। প্রতিটি সেচ স্কিমে প্রায় ৩০ একর করে জমি সেচের আওতায় এসেছে। চরে বালির পরিমাণ বেশি হওয়ায় সবসময় সেচের প্রয়োজন হয়। তিনি বলেন, চরের যেখানে বড় বন্যা না হলে পানি ওঠে না এমন দুটি স্থান চিহ্নিত করে দুটি পাতকুয়া স্থাপন করা হয়েছে। আগে এসব চরে কাশবন ছিল। এখন শুধু চাষাবাদ নয়, বেশকিছু বাড়িঘর তৈরি হয়েছে।
রংপুর বিএডিসির তত্তাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রকৌশলী সঞ্চয় সরকার বলেন, কাউনিয়া উপজেলার চারটি চরের ২ হাজার ৪৭৫ হেক্টর জমির মধ্যে ছয়টি সেচ স্কিমের মাধ্যমে আমরা প্রায় ৮০ হেক্টর জমি সেচের আওতায় আনতে পেরেছি। সুবিধাভোগী কৃষকের সংখ্যা তিন শতাধিক।