Top

নোয়াখালীতে নেশাদ্রব্য খাইয়ে লুট, নারী ও শিশুসহ হাসপাতালে ১০

১২ এপ্রিল, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ
নোয়াখালীতে নেশাদ্রব্য খাইয়ে লুট, নারী ও শিশুসহ হাসপাতালে ১০
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নে একই বাড়ির ৩ পরিবারের সদস্যদের নেশাদ্রব্য খাইয়ে মূল্যবান মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (১২ এপ্রিল) ভোরে নারী ও শিশুসহ ১০ জনকে অসুস্থ্য অবস্থায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার (১১ এপ্রিল) রাত ১১ টার পর যে কোনো সময় ওই ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের সুরেষ মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

অসুস্থ্যরা হচ্ছেন- নরেশ চন্দ্র চৌধুরী, শংকর চৌধুরী, অনিক চৌধুরী, অন্তু চৌধুরী, শেফালী রানী দেবী, অর্চনা রানী, সঞ্জিতা রানী, চম্পা রানী, নমিতা রানী ও সঞ্জয় চৌধুরী। তারা প্রত্যেকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

একই বাড়ির মাস্টার পীযুষ চৌধুরী জানান, তাদের বাড়িতে মোট ৫ টি পরিবার রয়েছে। তারা প্রত্যেকেই আত্মীয়-স্বজন। বেশিরভাগ পরিবারের রান্না ঘর ও থাকার ঘর আলাদা। রাতের রান্না সন্ধ্যার পর পরই শেষ করে রান্না ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে সকলেই থাকার ঘরে চলে যায়। রাতে ১০ ও ১১ টার মধ্যে সকলে খেয়ে ঘুমিয়ে পড়ে।

তিনি আরো জানান, ভোর ৪ টার দিকে তার এক চাচাতো ভাই অর্ধঅচেতন অবস্থায় তাকে ফোন দেয়। পরে দ্রুত তিনি তার ঘরে গিয়ে দেখেন সবাই এলোমেলোভাবে পড়ে আছেন। ডাকলেও ঘরের কেউই ডাকে সাড়া দিচ্ছেন না। পাঁচ পরিবারের মধ্যে নরেশ চৌধুরী, পরেশ চৌধুরী ও গণেশ চৌধুরীর পরিবারের প্রত্যেকেরই একই অবস্থা। ওই তিন পরিবারের নারী ও শিশুসহ মোট ১০ জনই অচেতন অবস্থায় ছিলেন। পরে তাদের উদ্ধার করে ভোরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, তাদেরকে নেশাদ্রব্য জাতীয় কোনো বস্তু খাওয়ানো হয়েছে। ফলে প্রত্যেকে অচেতন হয়ে পড়েন। বর্তমানে তারা প্রত্যেকে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৫-৬ জন অনেকটা সুস্থ্য হয়েছেন, অন্যরাও দ্রুত সুস্থ্য হবেন বলে জানান তিনি।

তবে ঘটনার বিষয় জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। ফলে বিষয়টি তার জানা নেই।

শেয়ার