গোপালগঞ্জে পবিত্র রজমান উপলক্ষে দেশ ও জাতি এবং মুসলিম বিশ্বের শান্তি কামনা করে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) পোষ্ট অফিস রোডের পৌরসভার নব নির্মিত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে পৌর মেয়র ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ, সাচিবের ভারপ্রাপ্ত সভাপতি ডা: প্রল্হাদ চন্দ্র বিশ্বাস, সাধারন সম্পাদক ডা: চৌধুরী শফিকুল ইসলাম, বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ডা: হুমায়ন কবির, গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক কাজী মেজবাহ উদ্দিন খোকন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম, গোপালগঞ্জ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি কমল রায় চৌধুরী টিকু, সাধারন সম্পাদক কাজী আনোয়ারুল ইকবাল মিটু, ড্রাগ সুপার বিথিকা রানী মন্ডলসহ গোপালগঞ্জ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নেতৃবৃন্দ ও শহরের গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
পরে দেশ. জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।