চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় শিশু মৃত্যুর ১৫ দিন পর ঘাতক ট্রাকের ড্রাইভারকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৩ এপ্রিল) জেলা শহরের অক্ট্রয়মোড় হতে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৯ মার্চ দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া চৌরাস্তা মোড়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়।
নিহত মোসা. মুনিরা খাতুন (১২) কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের আব্দুল মমিনের মেয়ে, শহীদ আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমীর ক্ষুদে ফুটবলার ও পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। এ সড়ক দুর্ঘটনার ১৫ দিন পর ঘাতক ট্রাকটির ড্রাইভার রাজশাহীর রাজপাড়া থানার গুড়িপাড়া এলাকার সোহরাব হোসেনের ছেলে আব্দুল খালেককে (৪২) গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র্যাব। জানা যায়, পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী মুনিরা খাতুন স্কুল ছুটির পর বাসায় ফিরছিল। কানসাট পুকুরিয়া চৌরাস্তায় পৌঁছালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝায় ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুনিরা খাতুনের। পরে ধাওয়া করে ট্রাকটি আটক করে স্থানীয়রা। তবে পালিয়ে যায় ট্রাক চালক আব্দুল খালেক।
সড়ক দুর্ঘটনায় নিহতের পর স্থানীয় জনসাধারণ ঘটনাস্থল ও ইসরাইল মোড় এলাকায় একত্রিত হয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার দুই পাশে আড়াই ঘন্টায় প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। এসময় পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ও উত্তেজিত লোকজনকে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র উপস্থিত হয়ে সড়কে স্পিড ব্রেকার নির্মানের আশ্বাস দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে এনিয়ে ঘাতক ট্রাক চালকের শাস্তি ও স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন করে স্থানীয়রা।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, এঘটনার প্রেক্ষিতে র্যাবের একটি দল ছায়া তদন্ত শুরু করে। র্যাবের একটি গোয়েন্দা দল তথ্য-প্রযুক্তির মাধ্যমে ঢাকা মেট্রো ট-১৬-৪২৬৩ ট্রাকটির চালক আব্দুল খালেককে শনাক্ত করে আটক করতে সক্ষম হয়। র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী আব্দুল খালেককে গত ২৯ মার্চের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মামলা নং ৫৭/১৪৮ এর আওতায় ২০১৮ সালের পরিবহন আইনের ৯৫/৯৮/৯৯/১০৫ ধারা মোতাবেক হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।