বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় করা মামলা খারিজ হয়নি। মামলা থেকে ফিলিপাইনের দুই ক্যাসিনোকে অব্যাহতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। বুধবার বাংলাদেশ ব্যাংক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, এ মামলায় আরসিবিসিসহ ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। তাদের মধ্য থেকে ব্লুমবেরি ও ইস্টার্ন হাওয়াই নামে দুটি ক্যাসিনো প্রতিষ্ঠানকে অব্যাহতি দিয়েছে নিউইয়র্ক কাউন্টি সুপ্রিম কোর্ট। মামলা পুরোপুরি খারিজ করা হয়নি। তাই মামলার মূল আসামি আরসিবিসির বিরুদ্ধে মামলা চলবে।
নিউইয়র্কের সুপ্রিম কোর্ট ৮ এপ্রিল এক রায়ে ‘এখতিয়ার না থাকার’ কথা উল্লেখ করে ফিলিপাইনের ব্লুমবেরি ও ইস্টার্ন হাওয়াই নামে দুটি ক্যাসিনোকে অব্যাহতি দেওয়া হয়। এ দুটি প্রতিষ্ঠান ছাড়াও এ মামলা থেকে অব্যাহতি পেতে আরসিবিসিসহ ৫জন বিবাদী আবেদন করে। এর মধ্যে গত ১৪ জুলাই ব্লুমবেরি, ইস্টার্ন হাওয়াই ও কিম জংয়ের অব্যাহতির আবেদন শুনানি হয়। ওই শুনানির ভিত্তিতে ৮ এপ্রিল মামলার আংশিক রায় ঘোষণা করেন নিউইয়র্কের বিচারিক আদালত। সেই রায়ে ব্লুমবেরি ও ইস্টার্ন হাওয়াইকে অব্যাহতি দেওয়া হয়। আর ক্যাসিনো ব্যবসায়ী কিম জংয়ের অব্যাহতির আবেদন খারিজ করে বাংলাদেশ ব্যাংকের অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে এখনো রায় ঘোষণা হয়নি। বাংলাদেশ ব্যাংক আশা করছে, মামলার মূল আসামি ফিলিপাইনের ব্যাংক আরসিবিসির বিরুদ্ধে আদালত রায় দেবেন।
এর আগে ফিলিপাইনের একটি ক্যাসিনো মালিকের প্রতিষ্ঠানের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনকোয়ারার ও ফিলস্টার জানায়, নিউইয়র্কের সুপ্রিম কোর্ট রায়ে ‘পর্যাপ্ত এখতিয়ার নেই’ উল্লেখ করে তিন বছর আগে করা বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখের মধ্যে ছয় কোটি ৬৪ লাখ ডলার উদ্ধারের জন্য ২০২০ সালে এ মামলা করেছিল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
এ রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশেও একটি মামলা হয়। বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।