করোনাভাইরাসজনিত মহামারির কারণে প্রায় দুই বছর পর সারা দেশে এবার বর্ণিল আয়োজনে হচ্ছে বাংলা নববর্ষ-১৪২৯ উদ্যাপন।
বৃহস্পতিবার সকালে বেলা বাড়ার সঙ্গে মঙ্গল শোভাযাত্রা দিয়ে বাংলা বছরের প্রথম দিনটি বরণ করে নেয় রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীরা।
পহেলা বৈশাখকে ঘিরে সাংস্কৃতিক ও বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি।
বাংলা নববর্ষে অসাম্প্রদায়িক দিকটা ফুটে উঠে বাঙালির।বাংলাদেশ, ভারত ও প্রবাসী বাঙালির মধ্যে প্রাণ-সঞ্চারিত হয়।পয়লা বৈশাখকে ঘিরে বেশ কিছু নতুন বিষয় সংযুক্ত হয়। বাঙালির এই উৎসব অসাধারণ বৈশিষ্ট্যময়।
মঙ্গল শোভাযাত্রায় ওই সময় বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।