Top

দেড় মাসের ব্যবধানে নীলফামারীত নির্মাণ সামগ্রীদাম আকাশ ছোঁয়া

১৪ এপ্রিল, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
দেড় মাসের ব্যবধানে নীলফামারীত নির্মাণ সামগ্রীদাম আকাশ ছোঁয়া
নীলফামারী প্রতিনিধি :

নীলফামারী জেলার নির্মাণ সামগ্রী কাজের রট সিমেন্ট ইট বালু নাট বল্টু পাথরের দাম আকাশ ছোঁয়া ঠিকাদারী কাজ সহ সাধারন মানুষের দালান তৈরীর স্বপ্ন ভেস্তে যাচ্ছে। নীলফামারী ও সৈয়দপুর বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, এক মাসের ব্যবধানে বর্তমান টন প্রতি- রড়ের দাম বেড়েছে অন্যন্ত ১০ হাজার টাকা।

গতমাসে ৭৫ গ্রেডের প্রতি টন রড় বিক্রি হয়েছে ৭৭ থেক ৭৯ হাজার টাকায়। আর দেড় মাসের ব্যবধানে একই মানের প্রতি টন রড় বিক্রি হচ্ছে ৮৮ থেকে ৯০ হাজার টাকায়। বি,এস,আর,এম ব্যান্ডের প্রতি টন রড় বিক্রি হচ্ছে ৯০ হাজার টাকায়, আর এস,এম এ ৮৮ হাজার টাকা, একে এস স্টিল ৮৭ হাজার টাকায়। অন্য দিকে ৬০ গ্রেডের রড় গত মাসে প্রতি টন বিক্রি হয়েছিল ৭০ হাজার টাকায়। বর্তমান একই মানের রড় বিক্রি হচ্ছে ৮০ হাজার টাকায়। ৪০ গ্রেডের রড় গত মাসে বিক্রি হয়েছিল ৫৬ হাজা টাকায়। সেই রড় ্ধসঢ়; বিক্রি হচ্ছে ৭০ হাজা টাকা। সিমেন্টর ক্ষেত্রে ও একই অবস্থা কম্পানি ভেদে পাল্লা দিয়ে বেড়েছে সিমেন্টের দামও। গত মাসে প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হয়েছে ৪১০ টাকা থেকে ৪৩০ টাকায়। সেখানে ওই সিমেন্ট এখন প্রতি বস্থা বিক্রি হচ্ছে ৪৭০ থেকে ৪৯০ টাকায়। কিংব্যান্ট প্রতি বস্থা বিক্রি হচ্ছে ৪৮০ টাকায়। সিমেন্ট ৪৭০ টাকায় প্রিমিয়ার সিমেন্ট ৪৮০ টাকা এবং ক্রাউন সিমেন্ট প্রতি বস্থা বিক্রি হচ্ছে ৪৮০ টাকা। এছাড়া দাম বেড়ে এখন প্রতি বর্গ ফুট পাথর বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়। প্রতি ঘনফুট বালু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকায়। অন্যদিকে দাম বেড়ে প্রতিবর্গ ফুট থাই অ্যালুমিনিয়াম বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৩০ টাকায়। রডের দাম বাড়ায় গ্রিল ও রেলিং এর দাম বেড়েছে। এছাড়া স্যানিটেশন পিডিসি পাইপ ফিটিং এর দাম ও বেড়েছে। আর সব মিলেয়ে দাম বেরেছে নিমার্ন ব্যয়। একটি ভবন নিমার্নে গত মাসে তুলনায় ২৫ থেকে ৩০ শতাংশ ব্যয় বেড়েছে বলে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর বানিজ্য প্রতিদিন পত্রিকাকে বলেন নিমার্ন সামগ্রী দাম বেড়ে যাওয়া এখন ২৫ শতাংশা ব্যয় হচ্ছে।

নীলফামারী সংগলশি উত্তারা ইপিজেডের শ্রমিক মোঃ মানিক ও তার স্ত্রী বুলবুলি বেগম জানান গত ১ বছর ধরে টাকা য়োগার করে ৪ রুমের একটি বাড়ী দেওয়ার চিন্তা করে। হঠাৎ নির্মাণ সামগ্রীর দাম বেডে য়াওয়ায বাড়ী দেওয়ার স্বপ্ন ভেস্তে গেছে। আমিরিকা প্রভাসি আব্দুর রহমান তিন মাসের ছুটি নিয়ে বাড়ীতে এসে ছাদপিটা বাড়ী দেওয়ার চিন্তা করেছিল কিন্তু রট সিমেন্ট ইট বালুর দাম বেড়ে য়াওয়ায বাড়ীর কাজ না করে অবসেশে আবার ফিড়ে জেতে বাদ্য হচ্ছে। একই অবস্তা নীলফামারীর শতাধিক পরিবারের।

অরেস্টার কনষ্টাকশন এন্ড শিপিং কম্পানি লিমিটেড এডভাইজার আদেল মাহামুদ জুয়েল বানিজ্য প্রতিদিনকে জানান, এশিয়ান হাইওয়ে রোড় নীলফামারী চৌরঙ্গী থেকে ডোমার চিকনমাটি পযন্ত কাজ চলছে।নির্মাণ সামগ্রী দাম বেড়ে যাওয়া চুক্তি অনুযায়ী কাজ করতেছি, কিন্তু দাম বেড়ে যাওয়া লোকশনের মুখে পড়তে হচ্ছে।

নীলফামারী মহসেনা এন্টার প্রােইজের মালিক প্রথম শ্রেণীর ঠিকাদার মাহবুবুল বাণিজ্য প্রতিদিন কে জানান রট সিমেন্ট পাথর বিটুমিন সহ নির্মাণ সামগ্রির দাম বেড়ে যাওয়ায নীলফামারীর জেলার প্রায় শতাধিক ঠিকাদার চুক্তিু অনুযায়ী কাজ নিয়ে বিপাকে পড়েছে।রট সিমেন্ট ইট বালু খোয়ার দাম বেড়ে জোওয়ায ঠিকাদাররা লোকশানের মুখে পড়তে হচ্ছে। মাস খানেক আগে ১ নম্বর প্রতি পিজ ইটের দাম ছিল ১০ টাকা। এখন বেড়ে ১২ টাকা।

ইট ভাটার মালিক আতিকুল সাহেব জানান কয়লার দাম বাড়ায় ইটের দাম বেড়েছে। নীলফামারীর তিস্তা বুরিমারির মোটা বালু আগের তুলনায় প্রতি সিপ্টি ২৫ টাকাা বেড়েছে। চিকন বালুর দাম একই অবস্থা। এলসি ভ’টানের এক সিপ্টি পাথর এক মাস আগে দাম ছিল ১৬০ টাকা এখন বেড়ে ১৯০ টাকা। নীলফামারীর তিস্তা নদীর পাথর আগে ছিল একশ ২০ টাকা। এখন বেড়ে একশ ৫০ টাকা। বিটুমিনের দামও চড়া। নীলফামারীর ব্যবসায়ী প্রধান ট্রেডাসের মালিক বাণিজ্য প্রতিদিন পত্রিকাকে জানান গত এক/ দেড় মাস ধরে নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায এখন বেছা বিক্রি কমে গেছে।

শেয়ার