পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত এর সভাপতিত্বে ১৫ সেপ্টেম্বর, বুধবার অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত হয়।
গুলশান হেড অফিস থেকে আয়োজিত ভার্চুয়াল এই সভায়-অন্যান্য পরিচালকদের মধ্যে যোগ দেন ভাইস চেয়ারম্যান ড. হাসান তাহের ইমাম, সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান, জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুছ ছালাম আজাদ (এফ.এফ), অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম, রূপালী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন,তামিম মারজান হুদা এবং আবু কায়সর (এফসিএ)। এছাড়া পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এহসান খসরু এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।