Top

সাপাহারে রোগীদের সাথে বর্ষবরণ

১৪ এপ্রিল, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
সাপাহারে রোগীদের সাথে বর্ষবরণ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁর সাপাহারে রোগীদের সাথে বর্ষবরণ ও উন্নত খাবার পরিবেশন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন এর নিজ উদ্দ্যেগে বৃহস্পতিবার দুপুর ২টায় সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে পহেলা বৈশাখ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সকল রোগীদের উন্নত খাবার পরিবেশন করা হয়।

এসময় চিকিৎসাসেবা নিতে আসা সকল রোগীদের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আাল মামুন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনি আবাসিক মেডিকেল অফিসার ডা: ফাতেমা বিনতে জিন্না, ডা: আরিফুজ্জামান, ডা: আবু ওবাইদা মিলন প্রমূখ। হাসপাতালের রোগীরা এমন পরিবেশ এবং এসব খাবার পেয়ে তারাও বেশ খুশি হয়েছেন।

শেয়ার