সরোজমিনে গেলে স্থানিয়রা জানান,- ক্ষমতাসিন দলের চিন্হিত প্রভাবশালী কয়েক”জন নেতা খেলার মাঠটি দখল করে ৪বছর বালুর ব্যবসা করবেন বলে জানিয়েছেন। তাঁরা ৪বছর পর মাঠে বালু ও মাটির বেড়িবাঁধ কেটে মাঠ উঁচু ও সমতল করনসহ কলেজের মধ্যের বড় পুকুর’টি ভরাট করে দিবেন।
সচেতন মহলের প্রশ্ন? প্রিস্নিপাল সকল নিয়ম কানুন’কে তোয়াক্কা না করে “কলেজের একযমাত্র খেলার মাঠ ও রথ’খোলা’টি কিভাবে বিশেষ স্বার্থে গোপনে ইজারা দিলেন!? তাজা বড় ছোট বিভিন্ন প্রজাতির গাছ যথার্থ অনুমতি ছাড়া প্রকাশ্যে কেটে নিয়েছে? কলেজের মধ্যের বড় পুকুরটি পরিবেশ ও নিয়ম কানুন না’মেনে ভরাট করার অনুমতি কিভাবে দিলেন? বালু উত্তোলন করা চাতালের এস্থানের পানি ও বালুতে পার্শবতি এলাকার পরিবেশের চরম বিপর্যয় হবে। সাংবাদিক ও সচেতন মহলের কাছে তিনি এখন তিনি বলছেন, আমি কিছুই জানি না!
এ’প্রসঙ্গে ফয়জুল হক ‘রোম জানান,-মাঠটির একাংশে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তার জন্ম আমরা ৪বছর বালুর ব্যাবসারপর পায়ের বেড়িবাঁধের মাটি ও কিছু বালু দিয়ে মাঠটি উঁচু করে তৈরি করেদেব। আর কলেজের মধ্যের বড় পুকুরটি ভরাট করেদেব। মধুমতি নদী থেকে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে মাঠে করা চাতালের এস্থানে রাখা হবে। বালু উত্তোলন করা চাতালের এস্থানের পানি নদীতে ফেলে দেওয়া হবে।
সরেজমিনে প্রাপ্ত অভিযোগ ও দেখা যায়,- লোহাগাড়া পৌর শহরের ভিতর সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের খেলার মাঠ দখল করে এমন একটি কাজ করছে।তাতে ওই এলাকার জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা প্রভাবশালি দখলদার ও তাঁদের বাহিনীর ভয়ে মুখ খুলে কিছু বলতে পারছেন না। তবে ঐ খেলার মাঠ ও রথ’খোলা’টি রক্ষায় লোহাগাড়া উপজেলাসহ জেলার সচেতন মহল ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করে “মানববন্ধন বিক্ষোভ সমাবেশ’সহ নানান কর্মসূচি’র জন্য গণসংযোগ অব্যাহত রেখেছেন। এ’মাঠে আর কয়েক দিনপর হাজার হাজার মানুষের মানুষের উপস্থিতিতে রথের মেলা শুরু হতো!? কিন্তু তা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
মাঠের পাশে বসবাসরত জনগণের বক্তব্যের মাধ্যমে জানাযায়,- আওয়ামীলীগ নেতা ফয়জুল হক রোম এ’কাজটি করছেন। গোলাম মোর্তজা স্বপন উক্ত বালুর চাতাল’টি উদ্বোধন করেন,স্বয়ং প্রিন্সিপালের উপস্থিত ছিলেন।এসময় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মেয়র লোহাগড়া পৌরসভা সৈয়দ মশিয়ুর রহমানসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে কয়েকজন বালুর ব্যবসার সাথে অংশীদার আছেন বলে জানিয়েছেন এলাকাবাসি।শুধু এটাই শেষ নয়।এমাঠের দক্ষিণে সড়ক সংলগ্নস্থানে জেলা পরিষদের বহূজমি।যাতে মাটিকেটে বালু ভরাট করে “মার্কেট করার পাঁয়তারা করছে বলে স্থানিরা জানান।
ক্রীড়াবিদ ও ক্রীড়া অনুরাগীরা এলাকার সচেতন মহল,- মাননীয় শিক্ষা মন্ত্রী, এমপি মাশরাফি বিন মোর্তজা, জেলা প্রশাসকসহ উর্ধতন কতৃপক্ষের আ্শুহস্তক্ষেপ কামনা করেছে। এ’ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এছাড়াও মাঠটি দখল মুক্ত করে খেলার ও রথের মেলার দ্রুত উপযোগী করে পুকুরটি রক্ষারও দাবি জানিয়েছেন।