Top

ফ্যাসিবাদকে পুনর্বাসনের এজেন্ডা প্রতিহত করা হবে: শিবির সেক্রেটারি

২০ নভেম্বর, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ
ফ্যাসিবাদকে পুনর্বাসনের এজেন্ডা প্রতিহত করা হবে: শিবির সেক্রেটারি
জেলা প্রতিনিধি :

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, একটা শ্রেণি ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য এজেন্ডা গ্রহণ করেছেন, তাদের প্রতিহত করা হবে।

বুধবার (২০ নভেম্বর) সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের জেলার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, ‘যে আন্দোলন হয়েছে বৈষম্যবিরোধী প্লাটফর্মে, সেখানে সব মানুষের অংশগ্রহণ ছিল। এককভাবে, একক ক্রেডিটে, একক কৃতিত্বে এটা হয়নি।’

তিনি বলেন, ‘আন্দোলনে সব মজলুম মানুষগুলো এক কাতারে (এক লাইন) চলে এসেছে, যারা দীর্ঘদিন ধরে নিষ্পেষিত হচ্ছিল। সে-সময় যারা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় ছিল, আল্লাহ তায়ালা হয়তো তাদের উছিলা করে এই সমাজকে, এই রাষ্ট্রকে একটি নতুন আশার আলো দেখিয়েছে। কিন্তু আমরা দুর্ভাগ্যের সঙ্গে বলতে চাই, সেই আশার আলোর পরেও একটা শ্রেণি সমাজকে আবার সেই ফ্যাসিবাদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য এজেন্ডা গ্রহণ করেছে। অনেক তথ্য পেয়েছি, তারা অর্থের বিনিময়ে ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের নাম হত্যা মামলা থেকে সরিয়ে দিচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক ও সর্তকতার। ক্ষমতা আর অর্থবিত্তের জন্য নেতৃত্ব দেওযা অসৎ মানুষগুলো মাজলুম মানুষ গুলোকে শোষণ করেছে।’

জাহিদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মীর মতো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পরিচয় সীমাবদ্ধ না। কারো ওপর যেন অবিচার না হয়। ন্যায়বিচার হচ্ছে ইসলামের সবচেয়ে বড় প্রত্যয়। ইসলামী রাজনৈতিক একটা বড় জায়গা হচ্ছে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। এজন্য এ আন্দোলন পরবর্তীতে কারো ওপর যেন অবিচার না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি যারা সত্যিকারর্থে অন্যায় করেছে, জুলুম করেছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, তারা যেন বিচারহীনভাবে মুক্ত না হতে পারে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সেজন্য যেখানে অন্যায়, সেখানে আমরা সেটার প্রতিবাদে দাঁড়িয়ে যাব।’

নড়াইল জেলা শিবিরের সেক্রেটারি এস এম সালাউদ্দিন উপস্থাপনায় জেলা শিবির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো. সালাহউদ্দিন, বিজ্ঞান সম্পাদক আবিদ হাসান, নড়াইল জেলা জামায়াত ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু, নায়েবে আমির জাকির হুসাইন বিশ্বাস, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন, কর্মপরিষদ সদস্য আলমগীর হুসাইন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক মো. খিয়ামউদ্দিন, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মো. আতিকুজ্জামান ও আব্বাস আলী প্রমুখ।

বিএইচ

শেয়ার