Top
সর্বশেষ

‘তামাক ব্যবহারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে নারী-শিশু’

১৭ এপ্রিল, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ
‘তামাক ব্যবহারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে নারী-শিশু’

তামাকের কারণে নারী-শিশুদের একটি বড় অংশ ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। রোববার (১৭ এপ্রিল) বাংলাদেশ শিশু একাডেমিতে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) ‘পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে নারী ও শিশুদের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, নারীদের মধ্যে ধূমপায়ীর হার কম হলেও ধোঁয়াবিহীন তামাক (জর্দা, গুল, সাদা পাতা, খৈনী) সেবনের হার পুরুষের তুলনায় বেশি। এছাড়া পাবলিক প্লেসে ধূমপানের কারণে অধূমপায়ী নারী ও শিশুরাও মারাত্মক স্বাস্থ্যগত ক্ষতির শিকার হচ্ছে।

তিনি বলেন, ১৫ বছরের ঊর্ধ্বে জনগোষ্ঠির মধ্যে পরিচালিত ‘গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭’ অনুযায়ী বাংলাদেশে ৩৫ দশমিক ৩ শতাংশ বা ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক সেবন করে। এর মধ্যে পুরুষ ৪৬ ও নারী ২৫ দশমিক ২ শতাংশ।

অপরদিকে ১৮ শতাংশ বা এক কোটি ৯২ লাখ মানুষ (পুরুষ ৩৬.২ শতাংশ ও নারী ০.৮ শতাংশ) ধূমপান করে। এছাড়া ধোঁয়াবিহীন তামাক সেবন করে ২০.৬ শতাংশ বা ২ কোটি ২০ লাখ মানুষ (পুরুষ ১৬.২ শতাংশ ও নারী ২৪.৮ শতাংশ)।

‘গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভের’র বরাতে প্রতিমন্ত্রী জানান, ধূমপান ও তামাক সেবনের ফলে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি বছরে ৮০ লক্ষাধিক মানুষ মারা যাচ্ছে। এর মধ্যে পরোক্ষ ধূমপানের কারণে ‘পৃথিবীতে প্রতি বছর ১২ লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করে, যাদের অধিকাংশ শিশু ও নারী। বাংলাদেশে বছরে এক লাখ ৬১ হাজারের অধিক মানুষ তামাকজনিত বিভিন্ন রোগে মারা যায়। এসব রোগাক্রান্ত ব্যক্তির চিকিৎসায় ব্যয় হয় ৩০ হাজার ৫৭০ কোটি টাকা যা তামাক খাত থেকে পাওয়া রাজস্বের চাইতে বেশি।

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, সরকার তামাক নিয়ন্ত্রণে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। পাবলিক প্লেস ধূমপানমুক্ত, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ করায় ২০০৯ সালের (৪৩ দশমিক ৩ শতাংশ) তুলনায় বাংলাদেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা ২০১৭ (৩৫ দশমিক ৩ শতাংশ) সালে আট শতাংশ কমেছে। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ ধূমপানমুক্ত দেশ হবে।

শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে সেমিনারে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। মুখ্য আলোচক ছিলেন ‘মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।

শেয়ার