কেশবপুরের মজিদপুর ইউনিয়নের লক্ষীনাথকাটি গ্রামে সরকারি জমির উপর বসত ঘর নির্মানের অভিযোগ উঠেছে। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার লক্ষীনাথকাটি উত্তরপাড়া ইদগাহ ময়দান সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের পাশে সরকারি জমি দখল করে ওই গ্রামের মৃত কোমর উদ্দীন মোড়লের ছেলে রহমত আলী, মোহাম্মদ আলী ও আয়ুব আলী গত দুসপ্তাহ ধরে পাকা বসত ঘর নির্মান করছেন। সরকারি জমি বাদ রেখে নিজের জমিতে ঘর করতে বললেও তারা ভ্রুক্ষেপ করেনি। যে কারনে এলাকাবাসীর পক্ষে রোববার লক্ষীনাথকাটি গ্রামের জামসেদ আলী দপ্তরি উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।