Top
সর্বশেষ

মীনা বাজারে পচা খাসির মাংস, লাখ টাকা জরিমানা

১৮ এপ্রিল, ২০২২ ১১:২৪ পূর্বাহ্ণ
মীনা বাজারে পচা খাসির মাংস, লাখ টাকা জরিমানা

মগবাজারে সুপারশপ মীনা বাজার ও দুটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

রক্ত এবং গলে যাওয়া অংশসহ মাছ ও পচা খাসির মাংস বিক্রির উদ্দেশ্যে ডিসপ্লেতে সংরক্ষণ এবং বিএসটিআই লাইসেন্স ও অনুমোদন ছাড়া কিছু পণ্য বিপণন করার অপরাধে মীনা বাজারের ওই শাখাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, পুরোনো রান্না করা পচা খাবার ও কাবাব বিক্রি এবং জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্স ছাড়া রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনার অপরাধে মগবাজারের ভর্তা ভাত রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে নোংরা পরিবেশে রান্না, পুরোনো রান্না করা অস্বাস্থ্যকর মাংস বিক্রি, মুরগি ও অন্য পাখির মাংস একই জায়গায় রেখে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ক্যাফে ডি তাজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, খাদ্যদ্রব্যে ভেজাল, পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে প্রতিদিনের মতো এ অভিযান পরিচালিত হয় বলে ডিএমপি থেকে জানা গেছে।

১৭ এপ্রিল (রোববার) ডিএমপির এই বিশেষ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র ফিল্ড অফিসার মনির হোসেন।

গোয়েন্দা রমনা বিভাগের পুলিশ এই অভিযানে সহায়তা করে।

শেয়ার