ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে বন্ধ রয়েছে সাইন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সড়কে যান চলাচল। যার ফলে আজিমপুর ও নিউ মার্কেটের পেছনের এলাকায় বসবাসকারীদের সকাল থেকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা যাত্রীবাহী গাড়িগুলোকেও এই এলাকা হয়ে চলাচলে অনেকটা বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউ মার্কেট ট্রাফিক জোন ডাইভারশনের ব্যবস্থা করেছে।
সরেজমিনে সাইন্সল্যাব মোড়ে দেখা গেছে, জিগাতলা থেকে সাইন্সল্যাব, ধানমন্ডি ৩২ থেকে সাইন্সল্যাব, গ্রিন রোড থেকে সাইন্সল্যাব এবং শাহবাগ থেকে সাইন্সল্যাব আসার প্রতিটি সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। ওই রাস্তায় চলাচল করা প্রতিটি গাড়িকে দীর্ঘ সময় নিয়ে রাস্তা পাড়ি দিতে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে পপুলার ও ল্যাবএইড হাসপাতালে আসা রোগীরা।
সাইন্সল্যাব থেকে নীলক্ষেত এবং নীলক্ষেত থেকে সাইন্সল্যাব পর্যন্ত রাস্তাটি বন্ধ থাকায় নিউমার্কেট ট্রাফিক জোন ডাইভারশনের ব্যবস্থা করেছে। ডাইভারশনে সাইন্সল্যাব থেকে নীলক্ষেত হয়ে আজিমপুরগামী গাড়িগুলোকে সাইন্সল্যাব-কাটাবন-নিউমার্কেট থানা-পলাশী হয়ে আজিমপুর যেতে হচ্ছে। একইভাবে আজিমপুর থেকে গাড়িগুলোকে বের হতে হচ্ছে।
সাইন্সল্যাব মোড়ে দায়িত্বরত নিউমার্কেট জোনের সার্জেন্ট আজিজুল বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সকাল ৭টা থেকে এই ডাইভারশনের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এবং ঊর্ধ্বতন মহল থেকে নির্দেশ না আসা পর্যন্ত এ ডাইভারশন চলবে।