Top

ঢাকা কলেজের পাশে কবি নজরুল শিক্ষার্থীরা

১৯ এপ্রিল, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ
ঢাকা কলেজের পাশে কবি নজরুল শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের পাশে দাঁড়িয়েছেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা পুরো ঢাকা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকে এক মানববন্ধনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধরের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে এ হুঁশিয়ারি দেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।

দুপুর ১২টার দিকে কবি নজরুল কলেজের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মেডিকেলে কেন, প্রশাসন জবাব চাই’, ‘হামলাকারীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’ এসব স্লোগান দিতে থাকে।

বিক্ষোভ মিছিল শেষে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শিমুল আহমেদ বলেন, ঢাকা কলেজে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে নিউমার্কেটের ব্যবসায়ীরা। তাদের সাহস হয় কীভাবে সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত তোলার? পুলিশও রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়েছে। শিক্ষার্থীদের ওপর এমন বর্বর হামলার প্রতিবাদ জানাই। দ্রুত বিচার না হলে আমরা সাত কলেজ পুরো ঢাকা শহর অচল করে দেব।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী বাপ্পী বলেন, ব্যবসায়ী ও পুলিশ মিলে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। আমরা এর বিচার চাই। দ্রুত বিচার না হলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। বন্ধু ঢাকা কলেজ থেকে কল দিয়ে বলছে, আমাদের বাঁচা।

শেয়ার