নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে বাবার কোলে গুলিবিদ্ধ শিশু তাসফিয়া নিহতের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি রিমন সহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় জেলার সুবর্নচর উপজেলার চরজব্বর থানাধীন চরক্লার্ক এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে আসামীরা। র্যাব ও আসামীদের পাল্টা গুলি করে।
এসময় শিশু তাসফিয়া হত্যাকান্ডের প্রধান আসামী ও শ্যূটার মোঃ রিমন (২৩) সহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত অন্যরা হচ্ছে মহিন(২৫), আকবর(২৫), সুজন(২৮) ও বড় নাঈম (২৩)।
এ বিষয়ে বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় এক সংবাদ সম্মেলন করে র্যাব-১১। সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমে জানান, মূলত তাসফিয়ার বাবা আবু জাহেরকে ‘উচিত শিক্ষা’ দিতে গিয়েই শিশু তাসফিয়াকে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের মাষ্টার মাইন্ড রিমন। সে মহিন থেকে টাকা নিয়ে ২১ হাজার টাকায় আগ্নেয়াস্ত্রটি সরবরাহ করে এবং সে নিজেই সেদিন গুলি চালায়। রিমন ও মহিনের পারষ্পরিক যোগসাজশে এবং পূর্ব পরিকল্পিতভাবেই তারা হত্যাকান্ডটি পরিচালনা করে। হত্যা শেষে তারা প্রথমে ঢাকা চলে যায়। পরে সেখানে নিরাপদ না ভেবে নোয়াখালী চরজব্বরের একটি খামার বাড়িতে আশ্রয় নেয়। গ্রেফতার ৫ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাসফিয়া হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৩ টার দিকে তাসফিয়াকে নিয়ে বাড়ির পাশ্ববর্তী মালেকার বাপের দোকান এলাকার বন্ধু স্টোরে যান আবু জাহের। ওই দোকানে গিয়ে তাসফিয়ার জন্য চকলেট, জুস ও চিপস নিয়ে দোকান থেকে বের হওয়ার সময় মহিন, রিমন, আকবর, নাঈমের নেতৃত্বে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী মামুনের দোকানে এসে তুই (আবু জাহের) ওইদিন বৈঠকে ছিলি বলে গালাগালি করে। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পাশে থাকা গ্যাসের সিলিন্ডারে লেগে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তারা দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা পিছন থেকে তাদের লক্ষ্য করে প্রথমে ইট নিক্ষেপ করলে মাথায় আঘাতপ্রাপ্ত হয় তাসফিয়া পরে তারা বাড়ি যাওয়ার সময় পিছন থেকে আরও দুই রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা। এতে তাসফিয়া ও জাহের গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন। পরে গুলিবিদ্ধ তাসফিয়া ও আবু জাহেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় পৌঁছলে অ্যাম্বুলেন্সে থাকা নানীর কোলে মারা যায় তাসফিয়া। মাটি কাটার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটলেও মাটি কাটা নিয়ে বিরোধের সাথে কোন ভাবেই সংপৃক্ততা ছিলো না মাওলনা আবু জাহের বা তার মেয়ে তাসফিয়ার। তবে মাটি কাটা নিয়ে বৈঠকে ছিলো এমন অভিযোগে সন্ত্রাসীদের টার্গেট হয় মাওলানা আবু জাহের, আর সেই টার্গেটের শিকার হয়ে প্রাণ হারায় তাসফিয়া।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে তাসফিয়া হত্যার ঘটনায় তার খালু (খালার স্বামী) হুমায়ুন কবির বাদি হয়ে বাদশা, রিমন’সহ ১৭ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত নামা আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।