হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতিবাজদের ২০১৭ সালের কথা স্মরণ করতে বলেছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেছেন, আপনারা এরকম ঢালাওভাবে অভিযোগ না করে আমরা আশা করবো আপনারা আমাকে সঠিক তথ্যটা দেন, আমরা চাই সঠিক তথ্য দেন। যে কেউ হোক আমরা চাই দোষী ব্যক্তির শাস্থি হোক।
তিনি আরও বলেন, ২০১৭ সালে যারা হাওরের দুর্নীতি করেছিলো আমরা ৮ জন প্রকৌশলীকে কিন্তু সাসপেন্ড (বরখাস্ত) করা হয়েছে। তারা এখনও সাসপেন্ড রয়েছে দুদকে মামলা হয়েছে, তাই হাওরের ধান রক্ষায় বাঁধে দুর্নীতিবাজদের আগেও বিচার হয়েছে এবারও হবে। এখনও যদি কেউ জড়িত তাকে তাহলে তাকেও শাস্থির আওতায় নিয়ে আসা হবে।
বুধবার (২০ এপ্রিল) সকালে হাওরে ক্ষতিগ্রস্থ বাঁধ ও তলিয়ে যাওয়া ফসল দেখতে দুইদিনের সফরে সুনামগঞ্জে এসেছেন তিনি। এদিন সকালে সুনামগঞ্জ পৌর শহরের রিভারভিউ এলাকা হয়ে স্পিডবোটে জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলায় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এক প্রর্শেন জবাবে তিনি এসব কথা
বলেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, হাওরের ধান রক্ষায় সরকার সব সম কৃষকের পক্ষে কোটি কোটি টাকা দিয়ে তাকে তাহলে সেই টাকার কাজ হয়েছে কি না হয়নি সেটি দেখতে হবে। আমরা এখানে সততার সাথে কাজ করার চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা হলে পরেই আমরা সবাই মিলে একসাথে কাজ
করবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য পৌছাতে পারব। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।