পরিকল্পনা বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. নূরুল আামিনকে কর্মসংস্থান ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে অর্থমন্ত্রণালয়।
রোববার (২৪ এপ্রিল) মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি কারা হয়।
কর্মজীবনে নূরুল আমিন ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। এরপর সিনিয়র সচিব হিসেবে পদন্নতি দেওয়া হয় । এর আগে ২০১৮ সালের ১৮ মার্চ তাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়। তিনি ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের জানুয়ারি মাসে অবসর গ্রহণ করেন তিনি।
১৯৬১ সালের ১০ জুন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদপুর ইউনিয়নের আইটপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
উল্লেখ, কর্মসংস্থান ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত অ-তফসিলী ব্যাংক। গ্রাম্য এলাকার মানুষের আয় বাড়ানোর লক্ষ্যে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটি বেকারদের অর্থ সহায়তা দিয়ে ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে উৎসাহিত করে। দেশের ক্রমবর্ধমান বেকার যুবক ও যুব মহিলাদের আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ঋণ সহায়তা প্রদানের জন্যে ১৯৯৮ সালে এ ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। শুরুর সময় ব্যাংকটির মূলধন ছিল ৩০০ কোটি টাকা।