Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

চট্টগ্রামে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

২৫ এপ্রিল, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ণ
চট্টগ্রামে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীর সদরঘাটে হেডফোন না দেয়ায় মায়ের ওপর অভিযান করে আদিনুর মিয়াজি শ্রেয়া (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

রোববার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টায় আইস ফ্যাক্টরি রোডের ডিএম টাওয়ারের ১২ তলায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রেয়া ওই এলাকার মো. সোলেমানের মেয়ে। সে চট্টগ্রাম নাছিরাবাদ গার্লস স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

নিহত শ্রেয়ার মায়ের দেয়া বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, রোববার মায়ের কাছে হেডফোন চান শ্রেয়া। কিন্তু তিনি দিতে রাজি না হওয়ায় মায়ের ওপর অভিমান করে নিজ রুমে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

শেয়ার