Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

পরিচ্ছন্নতাকর্মী-ছিন্নমূল ৭৮ পরিবারকে পুনর্বাসন করবে নোয়াখালী পৌরসভা

২৫ এপ্রিল, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ
পরিচ্ছন্নতাকর্মী-ছিন্নমূল ৭৮ পরিবারকে পুনর্বাসন করবে নোয়াখালী পৌরসভা
নোয়াখালী প্রতিনিধি :

সরকারের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অধীনে নোয়াখালীতে হরিজন (পরিচ্ছন্নতাকর্মী) ও ছিন্নমূল ৭৮ পরিবারকে পুনর্বাসন করতে যাচ্ছে নোয়াখালী পৌরসভা।

সোমবার দুপুরে নোয়াখালী পৌরসভা পরিছন্নতা কর্মীদের জন্য স্বল্প ব্যয়ে আবাসন নির্মাণ শীর্ষক এক অবহিতকরণ সভা ও সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন, পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। বাংলাদেশ সরকারের সঙ্গে এফসিডিও এবং ইউএনডিপি যৌথভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. মাসুম পাটোয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। এ সময় পৌরসভার কাউন্সিলির, কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র জানান, এ প্রকল্পের অধীন প্রথম ধাপে পরিচ্ছন্ন কর্মী ও পৌরসভার প্রান্তিক ছিন্নমূল ৭৮টি পরিবারকে পুনর্বাসন করা হবে। পৌরসভার নিজস্ব ৬২ শতাংশ জমিতে ৩ তলা বিশিষ্ট ৬টি ভবন করা হবে। প্রত্যেক ভবনে ১৩টি পরিবার থাকবে। সেখানে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ উন্নয়ন জীবন যাপনের সকল সুযোগ-সুবিধা থাকবে। উন্নত ও টেকসই এ প্রকল্পের মধ্য দিয়ে প্রান্তিক মানুষ সম্পূর্ণ বিনামূল্যে নিরাপদ বাসস্থান পাবে বলেও জানান মেয়র।

শেয়ার