প্রানঘাতী করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদের সময় ভালো ব্যবসা করতে পারেননি চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা। অনেকটাই ক্রেতাশূন্য ছিল বিপণি বিতানগুলো। করোনা মহামারির স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে এবারের ঈদ বাজার। আগের বছরগুলোর ক্ষতি পুষিয়ে নিতে এবারের ঈদের বেচাকেনায় চোখ ব্যবসায়ীদের। সাধ্যমতো পুঁজি খাঁটিয়ে দোকান সাজিয়েছেন তারা। ইদের আগের এক সপ্তাহে করোনার ক্ষতি পুষিয়ে নেয়ার আশা ব্যবসায়ীদের।
এদিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে টানাটানিতে থাকলেও লোকজন ঈদের পোশাক ক্রয়ে মার্কেটে ভিড় জমিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় ইদের কেনাকাটায় কিছুট প্রভাব পড়লেও জমে উঠেছে ইদের বাজার।
সোমবার (২৫ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মার্কেট, খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা যায়, সবখানেই রয়েছে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি। তাঁদের চাহিদা ও রুচির বিষয়টি মাথায় রেখে নারী-পুরুষ ও শিশুসহ সব বয়সী মানুষের জন্য নতুন নতুন ডিজাইনের পোশাক পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। ইদের আগের শেষ সপ্তাহ পর্যন্ত প্রতিদিনই বাড়ছে বেচাকেনা। ঈদ উপলক্ষে ক্রেতা আকর্ষণে কেউ কেউ মূল্যছাড় দিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন বাজার, নিউমার্কেট, সাটুহল মার্কেট, শিল্পকলা মার্কেট, ক্লাব সুপার মার্কেটসহ ছোটবড় সব মার্কেটে ক্রেতাসাধারণের ব্যাপক উপস্থিতি।প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়ছে। শহরের প্রতিটি শো-রুমেই দেখা মিলছে নতুন নতুন কালেকশনের।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এ বছর একটু আগেভাগেই ঈদের কালেকশন শুরু করেছেন ব্যবসায়ীরা। কোথাও নারীদের ড্রেস, কোথাও পুরুষ, কোথাওবা দেখা মিলছে শিশুদের কালেকশনের সমাহার। কোনো কোনো দোকানে আবার নারী-পুরুষ-শিশুসহ সব বয়সী মানুষের তৈরি পোশাক বিক্রি হচ্ছে। বড়দের পোশাকের দোকানগুলোতে তেমন ভিড় না থাকলেও এখন ঈদের কেনাকাটায় ভিড় ছোটদের পোশাক ও জুতার দোকানে।
ঝলক গার্মেন্টসের বিক্রয়কর্মী আমির বাবু বলেন, গত দুবছর ঈদে বেচাকেনা অনেক খারাপ গেছে। এবার দোকানে বাহারি পোশাকের কালেকশন রয়েছে। দামও ক্রেতাদের নাগালে। ইদের আগের শেষ সপ্তাহে ব্যাপক বেচাকেনা হবে বলে আমরা আশাবাদী। এমনকি পরিস্থিতিও সেরকমই আছে।
চাঁপাইনবাবগঞ্জের অভিজাত পোশাকের দোকান এক্সপোর্ট গ্যালারির মালিক মোশাব্বির কবির মুন্না বলেন, আমাদের দোকানে এবার আকর্ষণীয় পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, টিশার্ট, নরমাল শার্টসহ ছোট-বড়দের নানা ধরনের পোশাকের কালেকশন রয়েছে। ইদের ছুটির পর থেকে গত কয়েকদিনে বেচাকেনা বাড়ছে।
শহরের বাতেন খাঁর মোড়ের রিচম্যান রেডিমেড পোশাকের দোকানেও দেখা গেছে নতুন পোশাকের সমাহার। নতুন করে যোগ হয়েছে বাহারী ডিজাইনের পাঞ্জাবি। সেখানকার বিক্রেতারা বলেন, ঈদের জন্য নতুন কালেকশন এসেছে। ২০ রোজা পর্যন্ত ঈদ কালেকশন এসেছে। সকালে ও সন্ধ্যার পর ক্রেতাদের ভিড় বাড়ছে বলে জানান তারা।
ঈদের কেনাকাটা করতে আসা শরিফুল ইসলাম জানান, রোজার শেষের দিকে অনেক চাপ হয়। এখন সকালের দিকে অনেক ভিড় হয়। সাধ আর সাধ্য মিলিয়ে কেনাকাটা শেষ করতে চাই। তবে সবকিছুরই দাম বেশি বলছেন বিক্রেতারা।
চাঁপাইনবাবগঞ্জ ক্লাবসুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাভেদ আখতার বলেন, গত দুই বছর আমরা ব্যবসা করতে পারিনি। তবপ এবার রমজানের শুরু থেকেই পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে। তাই ব্যআসায়ীরাও ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে অনেক বেশি মালামাল সংগ্রহে রেখেছেন। শেষ মূহুর্তে বাজার জমে উঠেছে। আশা করি, ইদের চাঁদরাত পর্যন্ত ভালো বেচাকেনা হবে৷
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, সাধারণত ইদের আগ মূহুর্তে অনেকেই গভীর রাত পর্যন্ত ইদের কেনাকাটা করে থাকেন। তাই তাদের ইদের বাজার নিবিঘ্ন রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে। নিয়মিত টহল পুলিশের পাশাপাশি, বিভিন্ন মার্কেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও ডিবি পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন গোয়েন্দা দল মাঠে কাজ করছে। এমনকি পুরো জেলা শহর সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। সবকিছুই পর্যবেক্ষণে রেখেছে পুলিশ।