বরিশাল-হিজলা-ঢাকা নৌপথে যাত্রীদের দ্রুত পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিয়ে দিবা যাত্রীসেবা সার্ভিস চালু করছে এ্যাডভেঞ্চার-৬ ক্যটাম্যারান নৌযান। মাত্র সাড়ে পাঁচ ঘণ্টায় বরিশাল থেকে হিজলা হয়ে ঢাকা পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে নিজাম শিপিং লাইনস কর্তৃপক্ষ। এ্যাডভেঞ্চার-৬ ক্যটাম্যারান নৌযানটি প্রতিদিন দুটি ট্রিপে যাত্রী পরিবহন করবে।
আগামী ২৮ এপ্রিল সকাল সাড়ে আটটায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুর করার মধ্যে দিয়ে নিয়মিত চলচল শুরু করবে বলে সোমবার (২৬ এপ্রিল) সকালে সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে নিজাম শিপিং লাইনস কর্তৃপক্ষ।
নিজাম শিপিং লাইনস কর্তৃপক্ষ জানায়, জাহাজটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৬ কোটি টাকা। প্রায় ৫০০ যাত্রী বহনে সক্ষম এ্যাডভেঞ্চার-৬ নৌযানটি। প্রতিদিন বরিশাল লঞ্চ ঘাট থেকে সকাল সাড়ে ৮ টায় হিজলা হয়ে ঢাকা পৌঁছাবে। এবং ঢাকা সদর ঘাট থেকে বেলা সাড়ে তিনটায় যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে যাবে জাহাজটি।
এ্যাডভেঞ্চার-৬ ক্যটাম্যারান নৌযানটির দায়িত্বরত বরিশালের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিমানের আদলে গড়া এ জাহাজটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। বিমানের মতো দুই ক্যাটাগরির ইকোনমি ও বিজনেস ক্লাস শ্রেনীতে আসনবিন্যাস করা হয়েছে। মাত্র সাড়ে পাঁচ ঘণ্টায় এ জাহাজে ঢাকা-বরিশাল যাতায়াত করা যাবে।
সাইফুল ইসলাম আরো বলেন, জাহাজটিতে ইকোনমি ক্লাসের ভাড়া ঢাকা-হিজলা-ঢাকা ৬০০ টাকা ও ঢাকা-বরিশাল-ঢাকা ৭০০ টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়া ঢাকা-হিজলা-ঢাকা ৯০০ টাকা ও ঢাকা-বরিশাল-ঢাকা ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও নৌযানটিতে প্রায় ৩০ টির মত সিঙ্গেল, ডাবল ও ফেমিলি কেবিন রয়েছে। সিঙ্গেল কেবিন ভাড়া ১৫ শ’ টাকা, ডাবল কেবিন ২ হাজার ৫০০ টাকা ও ফেমিলি কেবিন (বাথরুম সহ) ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ওই ভাড়ার মধ্যে খাবারের ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি।
এদিকে বরিশাল-ঢাকা নৌপথে দ্রুতগতির দিবা যাত্রীসেবা চালুর উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন নগরবাসী।