Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

রাঙামাটিতে প্রধানমন্ত্রীর উপহার পেল ২০৬পরিবার

২৬ এপ্রিল, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
রাঙামাটিতে প্রধানমন্ত্রীর উপহার পেল ২০৬পরিবার
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতে ২০৬ গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৬এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধনের পর রাঙামাটির কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে জমি ও গৃহহীন পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি হস্তন্তর করেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা।

জেলায় ৩য় পর্যায়ে বাঘাইছড়িতে ৯০টি, লংগদুতে ১০টি, নানিয়ারচরে ১১টি, বরকলে ৫৫টি এবং কাউখালীতে ৪০টিসহ মোট ২০৬টি ঘর হস্তান্তর করা হয়েছে।

প্রত্যোক উপজেলায় স্থানীয় রাজনৈতিকবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার