Top

দেশের সব ব্যাংক খোলা শনিবার

২৮ এপ্রিল, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ
দেশের সব ব্যাংক খোলা শনিবার
নিজস্ব প্রতিবেদক :

সর্বসাধারণের লেনদেনের সুবিধার্থে শনিবার সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সারাদেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট-সুপারভিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

এর আগে ২৯ ও ৩০ এপ্রিল পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনায় বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসা-বাণিজ্য অধিক পরিমাণ লেনদেন সংঘটিত হচ্ছে। যার ফলে ব্যাংক ব্যবস্থায় নগদ অর্থ জমা ও উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ৩০ এপ্রিল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

শনিবার ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত। লেনদেনের আনুষাঙ্গিক কার্যক্রম চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।

এতে আরও বলা হয়েছে, পোশাক শিল্প এলাকায় শুক্রবার ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা
থাকবে। এসব এলাকায় ব্যাংকিং লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য বিকেলে ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

২৯ ও ৩০ এপ্রিল নগদ লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিস/বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ -এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার