Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে শিশু নিহত

০৩ মে, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ
নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে শিশু নিহত
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচর ইউনিয়নে বজ্রপাতে মো. জিহাদ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন সাথি আক্তার (১২) ও নাদিয়া আক্তার (৫) নামের আরও দুই শিশু।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব নবীপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত জিহাদ হোসেন ওই গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে। আহতরা হচ্ছেন, একই গ্রামের আকরাম হোসেনের মেয়ে সাথি আক্তার ও আকবর হোসেনের মেয়ে নাদিয়া আক্তার।স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল থেকে বাড়ির অন্য শিশুদের সাথে আনন্দে মেতে ছিলো একই বাড়ির তিন শিশু। বেলা সোয়া ১১টা থেকে বৃষ্টি শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ছাতা নিয়ে স্থানীয় বাজারের দিকে যায় শিশু জিহাদ, সাথি ও নাদিয়া। বাজারের কাছাকাছি পৌঁছলে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে আহত হয় তিন শিশু। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন। আহত সাথি ও নাদিয়াকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার